- প্রযুক্তির কথা বলে

November 23, 2016

অ্যাপ ক্লোনিং করুন অতি সহজে(How to cloning app on android)



অ্যাপ ক্লোনিং করার সখ অনেকেরই থাকে ৷ আবার প্লে-স্টোরের অপ্রয়োজনীয় আপডেট এড়াতে বেছে নেন অ্যাপ ক্লোনিং ৷ চলুন শিখে নেওয়া যাক অ্যাপ ক্লোনিং :>
প্রথমে  এখান থেকে   cloning অ্যাপসটি ডাউনলোড ইনস্টল করে নিন ৷
রান করার পর আপনার ডিভাইসে ইনস্টলকৃত সকল অ্যাপস দেখতে পাবেন ৷
সেখান থেকে যে অ্যাপসটি ক্লোন করতে চান সেটাতে ট্যাপ করুন ৷
Name অপশনে গিয়ে নতুন অ্যাপসটির নাম লিখবেন(ইচ্ছেমতো) ৷
Cloning number থেকে কয়টি অ্যাপস তৈরি করতে চান তার সংখ্যা লিখবেন ৷
এবার টিক চিহ্নিত অংশে ট্যাপ করলে একটা ওয়ার্নিং আসবে ok নির্বাচন করবেন ,কিছু সময় পর দেখবেন ক্লোনড অ্যাপস ইনস্টলের বার্তা পাবেন ৷
এছাড়াও আপনি luncher icon অপশন থেকে অ্যাপসে কাস্টোমোলাইজড আইকন দিতে পারবেন ৷ আবার নিচের অপশনগুলো থেকে অ্যাপসের সেটিংস মোডিফাইড করতে পারবেন ৷
তো আর কী,শুরু করে দিন অ্যাপস ক্লোনিং ৷

-> আল-ইমরান

পোস্ট ট্যাগ: app cloning ,Developing android,clone


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ