- প্রযুক্তির কথা বলে

October 23, 2016

রিদিমিক কীবোর্ড দিয়ে সঠিক বানানে বাংলা লিখার কৌশল

অনেক এন্ড্রয়েড  ইউজার রিদমিক কিবোর্ডের নাম শুনে থাকবেন । অনেকেই আমরা মোবাইলে বাংলা টাইপিং করতে অভ্যস্ত নই । এর  অন্যতম কারন হচ্ছে মোবাইলে বাংলা টাইপিং খুব একটা ফ্রেন্ডলি না । স্পেশিয়ালি এন্ড্রয়েড ইউজারদের কাছে ।




আজ আমি রিদমিক কিবোর্ড এর নিয়মাবলী নিয়ে আলোচনা করব ।এ গুলোর সাহায্যে আপনারাও পারবেন মনের মত বাংলা লিখতে ।


       * চন্দ্রবিন্দু লিখুন qq দিয়েঃ
     ১.চাঁদ = caqqd
     ২.ছোঁয়া = chOqqya
     ৩.হ্যাঁ = hyaq

       * ৎ লিখুন TH দিয়েঃ
     ১. হটাৎ = hoTaTH
     ২.তৎসম =toTHsomo

        * হসন্ত লিখুন hs দিয়েঃ
     ১.আল্লাহ্‌ = allahhs
     ২.টিপ্স = Tipohss
 
* ♦ং লিখতে ng, ঙ লিখতে Ng এবং ঞ লিখতে NG ব্যবহার করুনঃ
     ১.বাংলা = bangla
     ২.বাঙালি = baNgali
     ৩.অঙ্গ = oNggo
     ৪.মিঞা = miNGa

     *ব-ফলা লেখা যাবে w দিয়েঃ
   ১.শ্বাশ্বত = SwaSwoto/SwaSwt

      *য-ফলা লিখতে y, z অথবা Z ব্যবহার করুন
               ( স্বরবর্ণের পরে য-ফলা দিন Z দিয়ে) ঃ
     ১. ব্যবহার = bybohar/bzbohar/bZbohar
     ২. অ্যানিমেশন = oZanimeSon

       * ঋ অথবা ঋ-কার লিখতে rri ব্যবহার করুনঃ
 ১.ঋণ = rriN
      ২. বৃত্ত = brritto

 *  রেফ লিখুন (vowel) + rr + (consonant) দিয়েঃ
     ১.কর্ম = korrmo
     ২.উর্দি = urrdi
     ৩.নির্মল = nirrmol

        *কিছু বিশেষ যুক্তাক্ষরঃ
     ১.ক্ষ = kkh অথবা kSh
     ২.ক্ষ্ণ = kkhN (ক্ষ + ণ = kkh + N)
     ৩.জ্ঞ = gg
     ৪.ঞ্চ = NGc ( ঞ + চ = NG + c)
     ৫.ষ্ণ = ShN ( ষ + ণ = Sh + N)
     ৬.হ্ম = hm
     ৭.ঞ্জ = nj
     ৮.ঞ্চ = nc

 *আরো কিছু উদাহরণঃ
     ১.লক্ষ্ণৌ = lokkhNOU
     ২.কর্তৃত্ব = korrtrritw
     ৩.শিক্ষা = shikSha/shikkha
     ৪.ছাত্র = chatro
     ৫.বৈষ্ণব = bOIShNb
     ৬.সমুদ্র = somudro
     ৭.রিদ্মিক = ridmik
     ৮.ব্রহ্মপুত্র = brohmputro
     ৯.ময়মনসিংহ = moymonosingoh
     ১০.শম্ভূগঞ্জ = shomvUgonj


এইবার নিচ থকে রিদমিক কিবোর্ডটি ডাউনলোড করেনিন


রিদমিক কিবোর্ড ডাউনলোড লিংকঃ https://play.google.com/store/apps/details?id=ridmik.keyboard&hl=en


এই পোস্টটি পড়ার পর আশা করি ভাল ভাবে রিদ্মিক কিবোর্ডে বাংলা লেখতে পারবেন।

তবে টেক প্রকাশ এডিটরদের মতে বাংলা লিখার সেরা কীবোর্ড হচ্ছে Google indic বিস্তারিত দেখুন এখানে

(সংগৃহিত)

- Tarbin sajib






Post categories : 

Bangla typing keyboard

Ridimik Keyboard 

Google indic 

Best bengali Keyboard


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ