- প্রযুক্তির কথা বলে

July 30, 2016

Li-ion নাকি Li-po কোন ব্যাটারি টা বেশি ভালো

Lithium ion Battery:
লিথিয়াম আয়ন ব্যাটারি (Li-ion) হচ্ছে একটি উন্নতমানের rechargeable ব্যাটারি যেখানে, ব্যবহারের সময় লিথিয়াম আয়ন ঋণাত্মক থেকে ধনাত্মক পাতে প্রবাহিত হয়। এর Energy Density ভালো, Memory Effect এবং Charge loss কম। এটি অন্যান্য rechargeable ব্যাটারি যাদের Memory Effects রয়েছে(যেমন Ni-Cd এবং Ni-MH) তাদের থেকে দীর্ঘস্থায়ী এবং দীর্ঘ জীবন সম্পন্ন।

Lithium polymer (Li-Po) battery:
এটি Lithium Ion ব্যাটারি এর একটি সংস্করণ। এর চার্জ ধারন ক্ষমতা এবং চার্জ ক্ষয় এর হার Lithium Ion ব্যাটারি এর প্রায় সমান। এর আসল পার্থক্য হচ্ছে, এটি ওজনে হালকা, আকারে ছোট, বিভিন্ন আকৃতির এবং সামান্য বেশি দীর্ঘ জীবন সম্পন্ন।

তাই, বলা যায়- Lithium polymer (Li-Po) ব্যাটারি Lithium ion  থেকে বেশি ভাল।

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ