Android দিয়েই ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন (Recover lost data from your android phone )
এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড ফোন দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন। কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা। কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে।কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।।
App Name: Disk Digger pro.apk
Size: 1MB
প্রথমে উপরে দেওয়া Disk digger pro.apk তে ক্লিক করে Link থেকে App টি ডাউনলোড করে নিন।
Disk Digger Pro প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো। কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ। এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপিকে ফাইল রিকোভার করতে পারবেন।
Posted By: Showvik Neo...