- প্রযুক্তির কথা বলে

July 28, 2016

উন্মুক্ত হল শাওমি'র প্রথম ল্যাপটপ 'মি নোটবুক এয়ার'

অনেক গুজবের পর চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের প্রথম ল্যাপটপ উন্মুক্তের ঘোষণা দিয়েছে। দুটি মডেলের 'মি নোটবুক এয়ার' ল্যাপটপটি পুরোটাই মেটাল বডি। ১২.৫ ইঞ্চি ডিসপ্লে মডেলের দাম ৩ হাজার ৪৯৯ ইয়েন (৫২০ মার্কিন ডলার) এবং ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে মডেলের দাম ৪ হাজার ৯৯৯ ইয়েন (৭৫০ মার্কিন ডলার)।

অনেক গুজবের পর চীনা প্রতিষ্ঠান শাওমি তাদের প্রথম ল্যাপটপ উন্মুক্তের ঘোষণা দিয়েছে। দুটি মডেলের 'মি নোটবুক এয়ার' ল্যাপটপটি পুরোটাই মেটাল বডি। ১২.৫ ইঞ্চি ডিসপ্লে মডেলের দাম ৩ হাজার ৪৯৯ ইয়েন (৫২০ মার্কিন ডলার) এবং ১৩.৩ ইঞ্চি ডিসপ্লে মডেলের দাম ৪ হাজার ৯৯৯ ইয়েন (৭৫০ মার্কিন ডলার)।

মি নোটবুক এয়ারের ফিচারে রয়েছে ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি রেজ্যুলিউশনের ডিসপ্লে সাথে ৫.৫৯ মিলিমিটার পুরু বেজেল। প্রতিষ্ঠানের দাবি এই একই ডিসপ্লে সাইজে ম্যাকবুক এয়ারের চাইতে ১১ শতাংশ পাতলা মি নোটবুক এয়ার। আর ওজনের দিক থেকেও অনেক কম।

মি নোটবুক এয়ারে ব্যবহার করা হয়েছে ষষ্ঠ জেনারেশনের ইনটেল কোর আই৫ প্রসেসর, সাথে এনভিডিয়া জিফোর্স ৯৪০এমএক্স জিপিইউ। শাওমি'র দাবি তাদের এই ল্যাপটপের ব্যাটারি লাইফ ৯.৫ ঘণ্টা। আর ব্যাটারি ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ করতে সক্ষম।

১২.৫ ইঞ্চি ডিসপ্লে মডেলের ল্যাপটপটি ১২.৯ মিলিমিটার পাতলা এবং ওজন ১.০৭ কেজি। এই ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ইনটেল কোর এম৩ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি সাটা এসএসডি। এই ল্যাপটপটির ব্যাটারি লাইফ ১১.৫ ঘন্টা বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আগস্টের ২ তারিখ থেকে চীনে ল্যাপটপটি পাওয়া যাবে।

সুত্রঃ গ্যাজেট ৩৬০

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ