Invalid Imei এর সমাধান/How to fix invalid imei on android
রুট ইউজারদের জন্য invalid imei একটি কমন সমস্যা ৷ ফোনে কাস্টম রম দিয়েছেন বা কোনো মডিউল ইনস্টল করেছেন ,তারপর থেকে ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না,এটি সাধারণত invalid imei এর জন্য হয় ৷ সমস্যাটি সমাধানের অনেকগুলো ওয়ে রয়েছে ৷ তার মধ্যে সবচেয়ে সহজ ,দ্রূত এবং কার্যকরী পদ্ধতিটি আজ আপনাদের সাথে শেয়ার করবো ৷ প্রথমে নিচের ফাইলগুলো ডাউনলোড করে নেন ৷
(1)Imei maker
(2)Rom toolbox pro
এদের মধ্যে IMEI MAKER.ZIP এটাকে এক্সট্রাক্ট করেন ৷এবার নিচের স্টেপগুলো ফলো করেন ->
Open IMEI MAKER FOLDER--->HOLD "SHIFT & RIGHT CLICK" ---->Click On "Open Command Window Here"--->Now In Command prompt (CMD)--->Enter the following text:
imei.exe <15digit_IMEI_1> <15digit_IMEI_2>
(eg: imei.exe 123456789111111 123456789111111)
<Imei কোডটি আপনি আপনার ফোনের ব্যাটারি কাভার/ফোন বক্সে পাবেন ৷>
এবার Enter প্রেস করেন ৷এখন আপনি এরকম একটা ফাইল দেখতে পারবেন "MP0B_001_NEW" ৷ এটাকে রিনেম করে
"_NEW" অংশটুকু ডিলেট করে দেন ৷ অর্থাৎ,তখন ফাইলটার নাম "MP0B_001" এরকম হবে ৷
এবার নিচের ধাপগুলো অনুসরণ করেন--->
--->আপনার ফোনের SD card এ ফাইল টি কপি করুন।
--->এখন ROM toolbox lite সফটওয়্যারটি ওপেন করেন।এছাড়া Root explorer,X-plore এগুলো হলেও চলবে।
--->আপনার ফোনের Root এ ঢুকুন এবং এই ডিরেকশান ফলো করুন।
>>root>data/nvram/md/NVRAM/NVD_IMEI
-->NVD_IMEI ফোল্ডারে ঢুকলে MPOB_001 নামের একটি ফাইল দেখতে পাবেন। ডিলেট করে দিন।
--->কিছুক্ষণ আগে তৈরী করা ফাইল টি SD Card থেকে এখানে কপি করুন।
--->এবার কপি হওয়া ফাইল টি কিছু সময়ের জন্য চেপে ধরুন।দেখবেন Permission এসেছে,সিলেক্ট করুন ।তারপর প্রথম ছয়টি বক্স সিলেক্ট করে দিন। যদি আগ থেকেই সিলেক্ট করা থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই।
ব্যাস কাজ শেষ।ফোন রিবুট দিন।এবার>Setting>About phone>Status এ গিয়ে দেখুন IMEI নাম্বার দেখাচ্ছে এবং Baseband আগের মত হয়ে যাবে