- প্রযুক্তির কথা বলে

September 22, 2016

ইয়াহু মেইলকে স্প্যামিং থেকে দূরে রাখতে করণীয়

ফেইসবুকসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহারের পরও চিঠি আদান প্রদান কিংবা যোগাযোগের জন্য ই-মেইল ব্যবহার বাড়ছে। প্রতিদিন অসংখ্য বার মেইল চেক করতে হয় আপডেট থাকতে। এ সুযোগে বিজ্ঞাপন প্রচারের কাজটা সহজে করতে অনেকের নজর ই-মেইলের দিকে।

এর অংশ হিসেবে পণ্যের প্রচারে স্প্যামিং মেইল করা হয়ে থাকে। এ ছাড়া ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে হ্যাকিংয়ের উদ্দেশ্যেও প্রচুর স্প্যামিং করা হয়। অফিস বা ব্যক্তিগত মেইলের ক্ষেত্রে স্প্যামিং তাই বেশ বিরক্তকর। না দেখে ডিলিট করতেও অনেক সময় অপচয় হয়।

তবে কিছু কৌশল অবলম্বনে করলে এ ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এ পোস্টে ইয়াহু মেইলকে কিভাবে স্প্যামিং থেকে মুক্ত রাখা যাবে সে কৌশল তুলে ধরা হলো।

ইয়াহুতে স্প্যামিং মেইল বন্ধ করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। এটি জানা না থাকায় অনেকেই তা ব্যবহার করতে পারছেন না।

SpamGuard’ নামের চমৎকার ফিচার রয়েছে। এটি চালু করতে হলে প্রথমে সিলেক্ট Option-এ যেতে হবে। তারপর Mail Options-এ যেতে হবে।

তারপর General category-এ গিয়ে নিচের দিকে দেখেন Automatically move spam to Spam folder নামে একটা বক্স আছে। যদি টিক না দেওয়া থাকে তবে টিক দিয়ে দিন। তারপর সেভ করে বেরিয়ে আসুন।

ইয়াহু মেইল ক্লাসিকের ক্ষেত্রেঃ

Yahoo! Mail toolbar থেকে Mail Options-এ যেতে হবে।

তারপর Spam এর নিচে থাকা Spam Protection সিলেক্ট করতে হবে।

সেখানে SpamGuard যদি ON করা না থাকে তবে অন করতে হবে।

তারপর সেইভ করে বেরিয়ে আসতে হবে।

পর্যায়ক্রমে জিমেইল, হটমেইলের মত সার্ভিসগুলোর স্প্যামিং দূরের কৌশল তুলে ধরতে টিউটোরিয়াল করা হবে।

Posted By: ShowviK Neo.
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ