- প্রযুক্তির কথা বলে

August 09, 2016

বানিয়ে ফেলুন ফেক ফেসবুক স্ক্রীন শট (How to make fake facebook screenshot)


আজ একটি মজার এ্যাপ নিয়ে রিভিউ দিচ্ছি। এ্যাপটির নাম FakeWall। এ্যাপটি Google Play থেকে ডাউনলোড করতে পারেন। এই এ্যাপ দিয়ে বন্ধুদের ফেসবুক ওয়ালের পোষ্ট কিংবা কমেন্টের ফেক স্ক্রীন শট বানিয়ে সবার সাথে মজা করতে পারবেন। আসুন এক নজরে জেনে নেয়া যাক কি কি ফিচার আছে FakeWall এ্যাপটিতে।

Create Post:
যে কারও পোষ্টের ফেক স্ক্রীন শট বানিয়ে ফেলা সম্ভব। ইউজারের নাম লিখুন, তারপর তার প্রোফাইল ফটো সিলেক্ট করুন, পোষ্টটিতে কতগুলো লাইক চান তার সংখ্যা এবং তারিখ ও সময় নির্বাচন করতে হবে।

Add Comment:
পোষ্টটিতে কারও কামেন্ট দরকার হলে তা বানিয়ে ফেলুন। ইউজারের নাম লিখুন, তারপর তার প্রোফাইল ফটো সিলেক্ট করুন, এই কমেন্টটিতে কতগুলো লাইক চান তার সংখ্যা এবং তারিখ ও সময় নির্বাচন করতে হবে। এখানে ইচ্ছামত বিভিন্ন ইউজারের কমেন্ট বানাতে পারবেন।

All Comments:
বানানো সব কমেন্টস এখানে জমা থাকে। চাইলে এখান থেকে কমেন্ট চেক বা ডিলিট করতে পারবেন।

Preview:
পোষ্ট, লাইকস এবং কমেন্টস সম্পূর্ণ হওয়ার পরে এখানে সেগুলোর প্রিভিউ দেখতে পাবেন। কোন ভূল থাকলে তা ব্যাক স্টেপে গিয়ে সংশোধন কিংবা সঠিক হলে ফেক স্ক্রীন শটটি ফেসবুক ওয়ালে পোষ্ট কিংবা ফোন গ্যালারীতে সেভ করার ব্যবস্থা আছে।
        Download

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ