অসাধারণ একটি গেইম বোম্বার ফেন্ডস ( Bomber friend is awesome game)
আমরা সবাই কম বেশি গেইম খেলতে ভালোবাসি। আর গেইম টি যদি বন্ধুদের সাথে খেলা যায় তাহলে তো আর কথাই নেই। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর সুবাদে তা আরো সুলভ হয়েছে আমাদের কাছে। মাল্টিপ্লেয়ার এর মাধম্যে বন্ধুদের সাথে মজা করার জন্য এমন ই একটা গেইম এর রিভিউ নিয়ে আজ আপনাদের কাছে আসলাম।
গেইম এর নাম:Bomber Friends
ডেভেলপার:Hyperkini
সাইজ 35 mb
গেইম টি প্লে স্টোর থেকে ১০ মিলিয়ন (১কোটি) এর ও বেশিবার ডাউনোড করা হয়েছে। এবং প্লে স্টোর এ এর রেটিং ৪.২ যা প্রায় ৩ লক্ষ মন্তব্য দ্বারা রেট করা হয়েছে। তাই বলার আর অপেক্ষা রাখেনা গেইম টি নিঃসন্দেহে মজার। বিশেষ করে যারা Packman গেইম এর যারা ভক্ত তাদের জন্য ই গেইমটি। গেইম টি মাল্টিপ্লেয়ার এবং সিংগেল প্লেয়ার এ খেলা যাবে। ৪ জন পর্যন্ত একসাথে মাল্টিপ্লেয়ার এ খেলা যাবে। গেইম টি তে আপনি আপনার ফ্রেন্ডদের চ্যালেঞ্জ করতে পারবেন। অনেকগুলো ফিল্ড এ খেলে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে ই বিজয়ি।
ইচ্ছা করলে গ্লোবাল থেকে যেকোনো কাউকে চ্যালেঞ্জ করতে পারবেন। এক কথায় গেইম টি একটি অসাধারণ গেইম। আশা করি গেইম টি ডাউনলোড করবেন এবং খেলে মজা পাবেন।
DOWNLOAD