- প্রযুক্তির কথা বলে

August 17, 2016

রডের ওজন কিভাবে হিসাব করবেন ( How to estimate the actual weight of reinforcement steel )

যারা নতুন বাড়ি নির্মাণ করছেন পোস্টটি তাদের জন্য । আমরা সবাই বাড়ির নির্মাণ সামগ্রী  যেমন ইট ,পাথর ,বালু সিমেন্টের হিসাব সহজেই মিলিয়ে নিতে পারি ,কিন্তু অনেকেই রডের হিসাবে  গোলমাল বেঁধে যায় কারণ রড তো আর বাড়িতে বসে ওজন করা যায়না । এই সমস্যার সমাধান খুবই সোজা ,আপনাকে শুধু  সাইজ ভেদে রডের ইউনিট ওয়েট জানতে হবে । রডের ইউনিট   ওয়েট এর সাথে প্রতিটি রডের দৈর্ঘ্য (ফুটে) এবং রডের সংখ্যা গুন করলেই টোটাল ওজন (কেজি) পেয়ে যাবেন
তাহলে সূত্রটি দাঁড়ালো :
Unit weight of rod X Length of rod X total number of rod = Total weight
এদেশের রড সাধারণত লম্বায় 40 ফুট হয় । আর ইউনিট ওয়েট সাইজও ভেদে ভিন্ন হয় ।
সাইজও ভেদে ইউনিট ওয়েট:
6mm rod ---0.067 kg/ft
8mm rod ---0.120 kg/ft
10mm rod ---0.188kg/ft
12mm rod---0.270kg/ft
16mm rod ---0.480 kg/ft
20mm rod ---0.751kg/ft
25mm rod ---1.174kg/ft
ধরুন 16 মিলি মিটারের 70 টা রড এসেছে , প্রতিটির গড় দৈর্ঘ 40 ফিট  ,তাহলে টোটাল রোডের ওজন হবে 
.48 X 40 X 70 = 1344 kg
আশা করছি বুঝতে পেরেছেন অলরেডী ,ভালো থাকবেন ।
লিখেছেন : সজীব   
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ