কিভাবে ঘরোয়া উপায়ে VR Box বানাবেন
ঘরোয়া উপায়ে ভার্যাচুয়াল রিয়ালিটি বক্স বানানোর উপায় না জেনে থাকলে দেখেনিন কিভাবে ১০০-২০০ টাকার মধ্যে নিজেই বানিয়ে নিবেন
যা যা লাগবে ঃ
১: গুগোল থেকে wwgc_manufacturers_kit_v1.2 এটা সার্চ করে ডাউনলোড করে জিপ ফাইল আনজিপ করলে বেশ কিছু পিডিএফ ফাইল দেখতে পাবেন। তার মধ্য হতে Scissor-cut template এটা প্রিন্ট আউট দিবেন। ল্যান্ডস্কেপ করে a4 সাইজের কাগজে।
২:কার্ডবোর্ড
৩। কাটার/ব্লেড বা কেঁচি
৪। সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে লেন্স। যেকোন চশমা বা লেন্সের দোকানে যেয়ে ৩৫ মিলিমিটারের দুইটা ফোকাল লেন্থ কিনবেন। দেড়শো টাকার মত নিবে।
৫। আঠা
যেভাবে বানাবেনঃ
প্রথমে পেজ তিনটা প্রিন্ট আউট দিয়ে নিবেন। অবশ্যই কালার প্রিন্ট দিবেন, কেননা ওটার ভেতর কালো আর লাল রঙ এর রেখা দেয়া আছে। ওটা দেখেই বুঝবেন কিভাবে কাটতে হবে।
ওই পেজ তিনটা কার্ডবোর্ড এর উপরে আঠা দিয়ে লাগাতে হবে। তারপর দাগ অনুসারে কেটে ফেলবেন। ওখানে ভাজ করার ও নিয়ম দেয়া আছে।
তারপর লেন্স দুইটা জায়গা মত বসিয়ে ফাইনালি খোলটা ভাজ করে ফেলবেন। ব্যাস হয়ে গেল ভি আর বক্স।
বিঃদ্রঃ লেন্স না পেলে অনেকেই প্লাস্টিকের বোতল ব্যাবহার করে লেন্স বানিয়ে থাকে। ওটা তেমন কাজে আসে না। দুদিন পরেই পানি শুকিয়ে যায়।পোস্ট সংক্ষিপ্ত তাই বুঝতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ভিডিও tutorial দেখে নিন ।
লিখেছেন ঃ রিঙ্কু রায়হান ১: গুগোল থেকে wwgc_manufacturers_kit_v1.2 এটা সার্চ করে ডাউনলোড করে জিপ ফাইল আনজিপ করলে বেশ কিছু পিডিএফ ফাইল দেখতে পাবেন। তার মধ্য হতে Scissor-cut template এটা প্রিন্ট আউট দিবেন। ল্যান্ডস্কেপ করে a4 সাইজের কাগজে।
২:কার্ডবোর্ড
৩। কাটার/ব্লেড বা কেঁচি
৪। সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে লেন্স। যেকোন চশমা বা লেন্সের দোকানে যেয়ে ৩৫ মিলিমিটারের দুইটা ফোকাল লেন্থ কিনবেন। দেড়শো টাকার মত নিবে।
৫। আঠা
যেভাবে বানাবেনঃ
প্রথমে পেজ তিনটা প্রিন্ট আউট দিয়ে নিবেন। অবশ্যই কালার প্রিন্ট দিবেন, কেননা ওটার ভেতর কালো আর লাল রঙ এর রেখা দেয়া আছে। ওটা দেখেই বুঝবেন কিভাবে কাটতে হবে।
ওই পেজ তিনটা কার্ডবোর্ড এর উপরে আঠা দিয়ে লাগাতে হবে। তারপর দাগ অনুসারে কেটে ফেলবেন। ওখানে ভাজ করার ও নিয়ম দেয়া আছে।
তারপর লেন্স দুইটা জায়গা মত বসিয়ে ফাইনালি খোলটা ভাজ করে ফেলবেন। ব্যাস হয়ে গেল ভি আর বক্স।
বিঃদ্রঃ লেন্স না পেলে অনেকেই প্লাস্টিকের বোতল ব্যাবহার করে লেন্স বানিয়ে থাকে। ওটা তেমন কাজে আসে না। দুদিন পরেই পানি শুকিয়ে যায়।পোস্ট সংক্ষিপ্ত তাই বুঝতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ভিডিও tutorial দেখে নিন ।