- প্রযুক্তির কথা বলে

August 14, 2016

মোবাইল ব্র্যান্ড হিসাবে সুপরিচিত Xiomi নিয়ে এলো Mi Notebook air


চায়নিজ টেকনোলোজিক্যাল প্রতিষ্ঠান শাওমি এবারে বাজারে নিয়ে এসেছে এমআই নোটবুক এয়ার । বাজারে এর দুটি মডেল পাওয়া যাচ্ছে 13.3-inch model 12.5-inch version
.
শাওমি মূলত অ্যাপলের ম্যাকবুক এয়ারের প্রতিদ্বন্ধি হিসেবে এমআই নোটবুক এয়ার বাজারে নিয়ে এলো ।
.
এমআই নোটবুকের ফিচার সমূহ এবার দেখে নেয়া যাক-
.
এই নোটবুকটিতে ফুল ব্যাকলিট কিবোর্ড ও এজ টু এজ (EDGE 2 EDGE) গ্লাস স্ক্রিন ব্যাবহার করা হয়েছে ।
.
13.3 INCH ডিভাইসটাকে একটা ফুলপ্যাকড গেমিং ডিভাইস বলা যায় যাতে আছে ফুল এইচ ডি ডিসপ্লে , ইন্টেল কোর আই৫ প্রসেসর, এনভিডিয়ার ৯৪০এমএক্স ডিসক্রিট গ্রাফিক্স কার্ড, ৮ জিবি র্যাম, ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং একটি সাটা স্লট আপটু ২৫৬ জিবি ।
.
২.৮পাউন্ড ওজনের এই ডিভাইসটির চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি সি পোর্ট সাথে দুইটি ইউএসবি ৩.০ পোর্ট , একটি এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ এমএম অডিও পোর্ট ।
.
ডিভাইসটি একটানা নয়ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং মাত্র ত্রিশ মিনিটেই এতে পঞ্চাশ শতাংশ চার্জ হবে ।
.
ব্যবহারকারীরা এতে DOTA 2 এর মতো ফুলএইচডি গেম ৮৫ ফ্রেম রেটে স্মুথলি চালাতে পারবেন । চমত্কার এই ডিভাইসটির দাম ৭৫০ ইউএস ডলার ।
Author  : সজল
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ