Power button ছাড়াই ফোনের স্ক্রিন On-Off করুন
এবার স্ক্রিন অন-অফ করার জন্য বার বার ফোনের পাওয়ার বাটন টিপতে হবে না।ফোন পকেটে ভরলে অটোমেটিক ভাবে ফোনের স্ক্রিন অফ হয়ে যাবে এবং পকেট থেকে বার করলে স্ক্রিন অন হয়ে যাবে।
আপনার ফোনে যদি ফ্লিপ কভার থাকে তাহলে তো কথাই নাই ফ্লিপ কভার দিয়েই আপনি আপনার ফোনের স্ক্রিন অন-অফ কন্ট্রোল করতে পারবেন।
সাথে কত ডিগ্রী কোণে ফোন রাখলে স্ক্রিন অফ হবে তাও সিলেক্ট করতে পারবেন। এক কথায় অসাধারণ এক অ্যাপ।
App Name:Gravity screen pro
size:2mb
বার বার পাওয়ার বাটন এ চাপ দেওয়া টা অনেক জনের কাছে একটা বিরক্ত কর ব্যাপার।তারপর আবার বার বার পাওয়ার বাটন এ চাপ দিলে পাওয়ার বাটন ও নষ্ট হয়ে যেতে পারে তখন আবার আরেক সমস্যা।তাই আপনাদের জন্য এই অ্যাপ নিয়ে এলামব্যাবহার করে দেখুন অনেক ভাল ফল পাবেন।এর মধ্যে আরো অনেক ফাংশন আছে যা আপনার ভাল লাগবে।অ্যাপ টি ওপেন করে জাস্ট on এ ক্লিক করবেন আরো ফিচার আছে দেখলেই বুঝতে পারবেন।