নিজের ছবি দিয়ে বানান sticker আর ব্যাবহার করুন facebook,whatsapp সহ যেকোনো মেসেন্জারে ।
(টেক প্রকাশ ) আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? তো ভাবছেন ফটো কে আবার কিভাবে কার্টুন বানাবো? বন্ধুরা আমরা মাঝে মাঝেই ফেসবুক, হয়াট আপ্স, ভাইবার ইত্যাদি সোসিয়াল সাইট এ আমাদের কে বন্ধুরা বিভিন্ন কার্টুন বা স্টিকার পাঠায়। যদি এখন আমরা নিজেদের ইচ্ছে মতোই বানাতে পারি কার্টুন তাহলে কেমন হয়?? হ্যা বন্ধুরা আজকে সেটা নিয়েই আলোচনা করবো ।
2.তারপর ওপেন করুন তো এখন ফন্ট ক্যামেরা ওপেন হবে আপনি ইচ্ছে করলে সেল্ফি তুলেই কার্টুন করতে পারেন অথবা gallary আইকন এ ক্লিক করে যেকোনো ফটো সিলেক্ট করতে পারেন।
3. যেটুকু অংশ ক্রোপ করতে চান সেটুকু করে নিয়ে উপরে ডান দিকে এ্যারো চিন্হটিতে ক্লিক করুন।
4.বার চোখ এবং মুখ এর অবস্থান পরিবর্তন করতে পারেন । তারপর উপরের এ্যারো চিন্হ তে ক্লিক করুন এখন আপনার ফটোটি কার্টুন হয়ে গেছে
দেখুন তিনটি কার্টুন শো করেছে যেটা পছন্দ মত একটি সিলেক্ট করে নিন। এবার আপনি আপনার ফোটোর বাড়তি অংশ গুলো মিশাতে পারেন এখন এ্যারো চিন্হ তে ক্লিক করে পোশাক সেট করতে পারেন তাছাড়া আপনি বিভিন্ন স্টিকার বানাতে পারেন এবং ইচ্ছে মতন টাইপিং করে ফোটো টি সেভ করে নিন কাজ শেষ।
স্টিকার যেভাবে চ্যাট এ ব্যবহার করবেন :
আপনার বানানো স্টিকার facebook messenger ,whats app সহ যে কোনো চ্যাট এপ্লিকেশন ব্যবহার করতে পারেন এই এপ্লিকেশন দিয়ে এর জন্য প্রথমেই আপনাকে কীবোর্ড সেটিং ঠিক করে নিতে হবে l প্রথমেই আপনাকে সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে language & input এ যান। তারপর current keyboard এ ক্লিক করুন এখানে আপনার ফোন এ কি- বোর্ড টি শো নাও করতে পারে। শো না করলে choose keyboards এ ক্লিক করুন তারপর দেখতে পারবেন booble keyboard লেখা আছে তার বাম পাশের বাটন টি ক্লিক করে অন করে নিন। এইতো হয়ে গেল।
এবার লিখার জননো কীবোর্ড ওপেন করুন ডানপাশে A আর ইমজি চিহ্ন দেখাবে যেখান থেকে আপনি আপনার বানানো স্টিকার বন্ধুদের পাঠাতে পারেন l
বুঝতে সমস্যা হলে আরো স্ক্রিনশট দেখুন :