কিভাবে কম্পিউটারের Low On Memory সমস্যার সমাধান করবেন
অনেক সময় কম্পিউটারে গেম খেলার সময় Close programs to prevent information loss এরকম নোটিফিকেশন আসে । কিভাবে এটিকে বন্ধ করবেন তা দেখানো হল.....

► প্রথমে আপনার কম্পিউটার এর Properties এ যান ।

► এরপর Advanced System Setting এ ক্লিক করুন
► তারপর Advanced ট্যাব এর Perfomance Settings এ ক্লিক করুন
► তারপর Performance Options এর Advanced ট্যাব এর Change এ ক্লিক করুন
► এরপর C: ফোল্ডার সিলেক্ট করে System Managed Size মার্ক করে ওকে ক্লিক করুন ।

► এরপর Windows বাটন এবং R বাটন একসাথে চেপে ধরুন ।
► তারপর gpedit.msc লিখে ওকে বাটন এ ক্লিক করুন ।

► এরপর Administrative Templates > System > Troubleshooting and Diagnostics > Windows Resource Exhaustion Detection and Resolution

► Configure Scenario Execution Level এ ডাবল ক্লিক করে Disabled মার্ক করে ওকে ক্লিক করুন ।

► সবশেষে PC রিস্টার্ট করুন

#Optimus