Android ফোনের জন্য সেরা apps locker কোনটি ?
এন্ড্রয়েড ফোনে অ্যাপ লক করার জন্য নানান ধরনের লকার আছে, যাদের নাম বলে শেষ করা যাবে না। তবে আমরা যা চাই তা একটা অ্যাপের মধ্যে কখনোই পাই না। সব লকার অ্যাপে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়।
আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি অ্যাপ এর সাথে যেটাকে বলা চলে অ্যাপ লকারের রাজা। আপনার মনের মত সব ধরনের ফিচার এতে পাবেন।
অ্যাপটির নামঃ Lockdown pro
ফিচার সমুহঃ
১। চার ধরনের সিকিউরিটি মেথড ব্যবহার করতে পারবেন।
ফোন ফিঙ্গার প্রিন্ট সাপর্টেড হলে সেটাও ব্যবহার করতে পারবেন।
২। সিস্টেম এর সব লক করতে পারবেন। এমনকি কন্টাক্ট, ডায়েলার ইভেন রিসেন্ট অ্যাপ ও।
৩। বিভিন্ন ধরনের থিম রয়েছে।
৪। অবজারভার নামে একটি অপশন আছে যেটার মাধ্যমে যদি কেউ আপনার অজান্তে লক খোলার চেস্টা করে তবে তার ছবি উঠে যাবে।
৫। সবথেকে বড় সুবিধা হলো আপনি এখানে একটি প্রাইভেট গ্যালারি ভল্ট বানাতে পারবেন, আপনার গোপন ছবি গুলা নিরাপদে থাকবে।
এছাড়া রয়েছে আরো নানা ধরনের সুবিধা।
ডাউনলোড লিংক - lockdown pro.
Playstore - Link
[N.B :Techbee editors দের মতে সেরা android locker হলো Lockdown pro,এটা একান্তই আমাদের মতামত ]
#Sabbir Hasan Techbee
The best app locker
অ্যাপটির নামঃ Lockdown pro
ফিচার সমুহঃ
১। চার ধরনের সিকিউরিটি মেথড ব্যবহার করতে পারবেন।
ফোন ফিঙ্গার প্রিন্ট সাপর্টেড হলে সেটাও ব্যবহার করতে পারবেন।
২। সিস্টেম এর সব লক করতে পারবেন। এমনকি কন্টাক্ট, ডায়েলার ইভেন রিসেন্ট অ্যাপ ও।
৩। বিভিন্ন ধরনের থিম রয়েছে।
৪। অবজারভার নামে একটি অপশন আছে যেটার মাধ্যমে যদি কেউ আপনার অজান্তে লক খোলার চেস্টা করে তবে তার ছবি উঠে যাবে।
৫। সবথেকে বড় সুবিধা হলো আপনি এখানে একটি প্রাইভেট গ্যালারি ভল্ট বানাতে পারবেন, আপনার গোপন ছবি গুলা নিরাপদে থাকবে।
এছাড়া রয়েছে আরো নানা ধরনের সুবিধা।
ডাউনলোড লিংক - lockdown pro.
Playstore - Link
[N.B :Techbee editors দের মতে সেরা android locker হলো Lockdown pro,এটা একান্তই আমাদের মতামত ]
#Sabbir Hasan Techbee
The best app locker