কোডিং না জেনেও খুব সহজে বানানো সম্ভব android এপ্লিকেশন
(টেকপ্রকাশ) Hello বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন কারন এই আইসিটির যুগে আপনারা আছেন টেক প্রকাশ এর সাথে। আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আপনাদের সামনে হাজির করছি। তো কাজের কথায় আসি
বন্ধুরা আজ যে বিষয় নিয়ে কথা বলব বিষয় টি হলো কিভাবে এন্ড্রয়েড ফোনেই এন্ড্রয়েড এ্যাপ্স তৈরি করবেন।
এর জন্য প্রথমেই আমরা গুগল ক্রোম ওপেন করব। তারপর উপরে বাম পাশের : এই রকম তিন ফোটায় ক্লিক করব এবং request dekstop site এ সিলেক্ট করব।
এবার বন্ধুরা সার্চ বক্সে লিখুন appsgeyser সার্চ দিন । প্রথমে যে লিংক টা আসবে সেটায় ভিসিট করুন।এবার সবুজ লেখা Create Android apps এ ক্লিক করুন। বন্ধুরা এবার আপনারা দেখতে পারবেন যেগুলো পপুলার apps সেগুলোর লিস্ট দেয়া আছে। তো আপনারা all ক্লিক করবেন এখানে দেখতে পবেন অনেক apps এর লিস্ট আপনার যেটা পছন্দ সেটা create করতে পারেন।
উদাহরণ হিসাবে আমি আজকে আপনাদের ফেসবুক গ্রুপ এর app বানানো যায় :
১.বন্ধুরা এবার আপনি যে গ্রুপ এর app বানাতে চান সেই গ্রুপ এর লিংক url বক্সে পেস্ট করুন। next এ ক্লিক করুন।
১.বন্ধুরা এবার আপনি যে গ্রুপ এর app বানাতে চান সেই গ্রুপ এর লিংক url বক্সে পেস্ট করুন। next এ ক্লিক করুন।
২.এবার বক্সে আপনার app এর নাম লিখে next ক্লিক করুন।
৩. এখন একটা বক্স আসবে বক্সে app এর ডিস্ক্রিপশন দিতে পারেন। না দিলে সমস্যা নেই। next ক্লিক করুন...
৪. বন্ধুরা এবার app এ ফোটো আপলোড দেয়ার পালা castom icon এ ক্লিক করুন এবার গ্যালারি থেকে ইচ্ছে মত একটা ফোটো আপলোড দিন।
next ক্লিক করুন....
৩. এখন একটা বক্স আসবে বক্সে app এর ডিস্ক্রিপশন দিতে পারেন। না দিলে সমস্যা নেই। next ক্লিক করুন...
৪. বন্ধুরা এবার app এ ফোটো আপলোড দেয়ার পালা castom icon এ ক্লিক করুন এবার গ্যালারি থেকে ইচ্ছে মত একটা ফোটো আপলোড দিন।
next ক্লিক করুন....
৫. এবার creat এ ক্লিক কিরুন। তারপর একটি বক্স আসবে। এখনে আপনাকে register করতে হবে। ১ম বক্সে একটি ইমেইল দিন ২য় বক্সেও ইমেইল টি এবার দিন। ৩য় & ৪ র্থ বক্সে পাসওয়ার্ড দিন। তারপর i' m not a robot এ ক্লিক করুন। next এ ক্লিক করুন। কিছুক্ষনের মধ্যে আপনার ইমেইল টিতে appsgeyser থেকে একটি মেসেজ যাবে।
৬. মেসেজ টি ওপেন করুন তারপর verify your email এ ক্লিক করুন। আবার ও গুগল ক্রোম দিয়ে ওপেন করুন।
৭. এবার আপনার app টি রেডি। আপনি published or download করতে পারেন। or test app এ ক্লিক করুন এবার wait করুন ১০০/ হলে download এ ক্লিক করুন ব্যাস download হলে ইন্সটল দিয়ে ওপেন করুন।
আপনিও বানিয়ে ফেললেন একটি app।
ধন্যবাদ সবাইকে। আরো ভাল ভাল টিপস পেতে techprokash.com এর সাথে থাকুন।
ধন্যবাদ সবাইকে। আরো ভাল ভাল টিপস পেতে techprokash.com এর সাথে থাকুন।
বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট গুলো দেখুন :
*1
*1
*2
*3
- M Hasan Miskat
Post categories :
How to create an apps
make apps without coding