- প্রযুক্তির কথা বলে

October 27, 2016

এক্সপোসড ফ্রেমওয়ার্ক কি? ললিপপ ও মার্সমেলো এর জন্য এক্সপোজড ফ্রেমওয়ার্ক যেভাবে ব্যবহার করবেন


##অ্যান্ড্রয়েড বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
স্মার্টফোন ও ট্যাবলেট অপারেটিং সিস্টেম।   অ্যান্ড্রয়েডের এই ব্যাপক জনপ্রিয়তার অন্যতম কারণ
অ্যান্ড্রয়েড মুক্ত সোর্স হওয়ায় এর প্রায় প্রতিটি অংশ
ব্যবহারকারী তার ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে
পারেন।

* আপনি মনে করলেন আপনার স্ট্যাটাস বার অথবা নোটিফিকেশন প্যানেল বা কুইক সেটিং টা অনেক বোরিং লাগছে। এখন ইচ্ছা করলেই আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটা করতে হোলে ফোন তৈরি করার সময় যে ফ্রেমওয়ার্ক টা ইন্সটল করে দেওয়া হয়েছে সেটা এডিট করা লাগবে, এ ক্ষেত্রে ব্যাপারটা অনেক ঝামেলাপূর্ণ। আপনার আমার মত লোক এগুলা পারবে না এর জন্য আছে বড় বড় ডেভেলপার।  আমারা যদি করতে চাই তাহলে কি করতে হবে,  এক্ষেত্র এক্সপোজড ফ্রেমওয়ার্ক ই একমাত্র ভরসা।  

* এক্সপোসড ফ্রেমওয়ার্ক কি আসলে?

এটা হলো এন্ড্রয়েড এর মূল ফ্রেমওয়ার্ক এর উপর একটা লেয়ারের মত কাজ করে। সহজ করে বললে, আপনি যখন মূল সিস্টেম এর কোনোকিছু পরিবর্তন করতে বা যুক্ত করতে চাইবেন তখন এটা মূল ফ্রেমওয়ার্ক এর সাথে সে জিনিস টা অ্যাড করে দিবে একটা লেয়ারের মত এবং মনে হবে যে সেটি সিস্টেমের ই একটা অংশ।  

Installations:

★ অবশ্যই Root ইউজার হতে হবে। 
★ ললিপপ বা মার্সমেলো এর ক্ষেত্রে কাস্টম রিকভারি( CWM, TWRP)  থাকা লাগবে। 

→ ললিপপ এর চেয়ে নিচের ভার্সনের OS যারা ব্যবহার করেন তাদের শুধুমাত্র একটা অ্যাপ ইন্সটল করলেই চলবে।  DOWNLOAD

♦ এখন আসা যাক ললিপপ ও মার্সমেলো এর জন্য কি করতে  হবেঃ

প্রথম শর্ত আপনার ফোন রুটেড হতে হবে। না হলে আমাদের সাইটের রুট সম্পর্কিত পোস্ট দেখুন।

দ্বিতীয়ত আপনার ফোনে রিকভারি মোড হিসেবে CWM or TWRP থাকা লাগবে।  

Steps:

1. আপনার ফোনের অপারেটিং সিস্টেম  আর Chipset ( এটি দেখার জন্য প্লে স্টোর থেকে CPU Z অ্যাপ দিয়ে চেক করবেন arm কত ভার্সন  eg: arm v7 ) অনুযায়ী zip ফাইল ডাউনলোড করবেন।  যেমন, arm v7 ললিপপ 5.1 এর জন্য xposed-v85-SDK22  zip Download করবেন।  


Important Note: 

SDK21 is Android 5.0 (Lollipop)
SDK22 is Android 5.1 (also Lollipop) and 
SDK23 is Android 6.0 (Marshmallow).

2. এবার রিকভারি মুডে গিয়ে এই জিপ টা ফ্লাস করবেন। 
→→ ফ্লাস করার ক্ষেত্রে  জিপ ফাইল টি Sdcard এ রাখুন। তারপর রিকভারি মুডে যান, ইন্সটল অপশন থেকে ফাইলটি সিলেক্ট করুন। এবং Reboot করুন। 
  I) 

ii) 
iii)

3. Reboot হওয়ার পর xposed Alpha  Download
 scan QR
Install করুন। 



Some Screen Shot:


পরবর্তী পোস্ট গুলোতে  এক্সপোজড এর চমৎকার মডিউল সম্পর্কে আলোচনা করা হবে। 

Thanks To Xda Developers 

Any problem  Ask or Comment 

- সাব্বির হাসান মুন্না 


post tags : 

Xposed framework for lolipop 
Marshmallow 
Root 

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ