রুট ছাড়াই কাস্টোমাইজ করুন ফোনের নেভিগেশন বার
আমাদের অনেকেরই ধারণা ডিভাইস কাস্টোমাইজেশনের জন্য রুট মাস্ট ৷ কিন্তু,এমনও অনেক দৃষ্টিনন্দন কাস্টোমাইজেশন রয়েছে যেগুলো রুট বাদেই করা সম্ভব ৷ চলুন দেখে আসি রুট ছাড়াই নেভিগেশন বারে কীভাবে নিজের ছবি লাগানো যায় ৷ প্রথমেই বলে রাখি,অন স্ক্রীন টাসপ্যানেল সাধারনত অ্যান্ড্রয়েড ৫.০+ ভার্সনগুলোতে ব্যবহার করা হয়েছে ৷
কাজের ধারা:
এখান থেকে Navbar Apps Pro অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ৷
এবার নিচের স্টেপগুলো ফলো করেন,
Go to setting ->Accessibility ->Navbar apps Pro ->Turn it to On ৷
এবার navbar apps রান করেন ৷ Navigation Bar widget ->show image on navigation bar->ইচ্ছেমতো ছবি দিয়ে মনের মতো সাজান আপনার নেভিগেশন বারকে ৷
[N.B: ফোনে পাওয়ারফুল ব্যাটারি সেভার থাকলে সেটির সেটিংসে গিয়ে Navbr app কে whitelist'এ রেখে দিবেন ৷ না হলে ফোর্স ক্লোজড হওয়ার সম্ভাবনা থাকবে ৷ ]
-Al Imran
Post Tag :
Customize navigation bar
No Root
কাজের ধারা:
এখান থেকে Navbar Apps Pro অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ৷
এবার নিচের স্টেপগুলো ফলো করেন,
Go to setting ->Accessibility ->Navbar apps Pro ->Turn it to On ৷
এবার navbar apps রান করেন ৷ Navigation Bar widget ->show image on navigation bar->ইচ্ছেমতো ছবি দিয়ে মনের মতো সাজান আপনার নেভিগেশন বারকে ৷
[N.B: ফোনে পাওয়ারফুল ব্যাটারি সেভার থাকলে সেটির সেটিংসে গিয়ে Navbr app কে whitelist'এ রেখে দিবেন ৷ না হলে ফোর্স ক্লোজড হওয়ার সম্ভাবনা থাকবে ৷ ]
-Al Imran
Post Tag :
Customize navigation bar
No Root