- প্রযুক্তির কথা বলে

October 21, 2016

Gaming pc বানাতে কেমন খরচ হয় ? কেমন configuration চাই gaming পিসির জন্য ???


 (টেক প্রকাশ) আমরা সবাই কম বেশি, গেমিং পিসির কথা জানি। তারপর ও এইটা নিয়ে আমাদের রয়েছে অনেক ভুল ধারনা। 

আমরা অনেকেই মনে করি  গেম খেলার উপযোগী  পিসি মানেই ৮০-৯০ হাজার টাকার পিসি 
এইটা মোটেই ঠিক নয়। 32-35 হাজার টাকা দিয়ে মোটামুটি সব ধরনের গেম সাপোর্ট করে এমন মানের গেমিং পিসি হয়।


টেক প্রকাশ

শুধু আপনাকে জানতে হবে গেমিং এর জন্য কি ধরনের কনফিগারেশন দরকার l

পিসি বানানোর সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন :

* Processor : আমরা সবাই মনে করি গেমিং পিসি মানেই core-i7। এটা ঠিক নয়, core i7 একটি গেমিং পিসির চাহিদা চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। বর্তমান যুগের আধুনিক গেম খেলার জন্য একটি লেটেস্ট core i5 চাহিদা চেয়ে অনেক বেশি পারফর্ম করে। এমনকি core i3  প্রসেসর দিয়ে ভাল মানের গেম খেলা সম্বভ। এমনকি আপনি ডুয়াল কোর প্রসেসর দিয়েই বর্তমান বাজারের প্রায় সব গেম চালাতে পারবেন l তাই প্রসেসর কেনার জন্য আপনাকে ৩০-৩৫ হাজার খরচ না করে ৫-৯ হাজার এ সীমাবদ্ধ থাকাই ভালো l 

* Ram :অনেকেরই ধারণা  যত বেশি তত বেশি পারফমেন্।কথাটা পুরোপুরি ঠিক নয় 
। একটি গেম খেলার উপযোগী  পিসির র্যাম চাহিদা হয় 4 জিবি থেকে৬ জিবি ।  কিন্তু এর মানে এই নয় 10-12-16 জিবি রেম ছাড়া গেমিং পিসি হয় না। তবে 4 জিবি ddr4 র্যাম কেনার চেষ্টা করবেন যেটি পেতে পারেন ২৫০০ টাকার ভিতরেই l 


*Graphics Card :
বর্তমানে বাজারে ৩থেকে ৮০ হাজার টাকা দামের গ্রাফিক্স কার্ড আছে l গ্রাফিক্স কার্ড এর কোয়ালিটির শেষ নেই ,যারা মূলত গ্রাফিক্স design অথবা ভিডিও এডিটিং করে তাদের উন্নত গ্রাফিক্স এর চাহিদা বেশি l কতটুকু ঝকঝকে অথবা স্মুথ গ্রাফিক্স চান সেটি নির্ভর করে একান্ত আপনার উপর l
২ জিবি ddr3 গ্রাফিক্স হলেই মোটামুটি সব গেম খেলা যাবে কিন্তু স্মুথ পারফরমেন্স এর জন্য ২ জিবি DDR5 গ্রাফিক্স কেনাই ভালো l সর্বনিন্ম সরে চার থেকে সাত হাজার টাকার মধ্য এধরনের গ্রাফিক্স কার্ড পাওয়া যায় l

*মাদারবোর্ড : 

গেমিং করার জন্য প্রসেসর ও গ্রাফিক্স কার্ড এর উপর ভিত্তি করে সাধারণ মানের mother board  দিয়ে গেম খেলা যায় l তবে হ্যা উন্নত মানের প্রসেসর, গ্রাফিক্স কার্ড বা খুব বেশি পরিমান র্যাম  এর জন্য ভাল মানের মাদারবোর্ড অবশ্যই দরকার। তবে সারে সাত থেকে সরে আট হাজারেই  6th  জেনারেশন প্রসেসর সাপোর্টেড  গেমিং মাদারবোর্ড পাবেন l যেমন অসুস এর B150M pro

অনন্য : মনিটর ,ইউপিএস ,সাউন্ড বাক্স কেসিং ইত্যাদি সর্বনিন্ম ১২ থেকে ১৫ হাজারেই পাবেন l


Post Categories :

Gamming Pc price in Bd

computer Corner

computer price

computer configuration

Tech prokash

- ইমরান জাকির

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ