মধ্যম বাজেটের ফোন ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে oppo f1s
অপ্পো f1,f1+ এর পরে দেশের বাজারে এসেছে অপ্পোর আরো একটি স্মার্টফোন oppo f1s গত অগাস্ট মাস থেকে বিক্রি শুরু হয়েছে ফোন টি l .ডিজাইন,ক্যামেরা এবং অন্যান্য ফিচার মিলিয়ে এটিকে একটি ভালো এবং বাজেট বান্ধব স্মার্টফোনই বলা চলে।বর্তমানে oppo এর যে কয়টি ফোন বাজারে রয়েছে তার মধ্যে oppo a37 এবং F1s এই দুইটি মডেল নিয়েই oppo ফ্যানদের আগ্রহ তুলনামূলক বেশি l ভালো বিল্ড কোয়ালিটি ,সুন্দর ডিজাইন এবং oppo এর কাস্টম ui color os এর বিশেষ কিছু ফীচার ,এবং কামেরার মান সবকিছু মিলিয়ে oppo বিশ্ব বাজারের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পাচ্ছে l
চলুন দেখে নেই এর শর্ট রিভিউ:
ডিসপ্লে:৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে যার সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪।ফলে ডিসপ্লে তে সহজে কোনো দাগ পড়বে না।৭২০x১২৮০ রেজুলেশনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হচ্ছে ২৬৭ পিপিআই।
ডিজাইন:এটি একটি মেটাল বিল্ড স্মার্টফোন যার পিছনের অংশ আইফোনের মত করে ডিজাইন করা হয়েছে।
সিম ও নেটওয়ার্ক:ডিভাইসটিতে সিঙ্গেল অথবা মেমোরি কার্ডের বদলে ডুয়েল সিম ব্যবহার করা যাবে।উভয় সিম স্লটই টুজি,থ্রিজি,ফোরজি সাপোর্টেড।
ব্যাটারি: ডিভাইসটিতে দেয়া হয়েছে ৩০৭৫ mah লিথিয়াম পলিমার নন-রিমুভাল ব্যাটারি।
মেমোরি:ডিভাইসটিতে রয়েছে ৩ জিবি ram এবং ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি।যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
প্রসেসর,চিপসেট,জিপিউ:ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে mediatech MT6750 চিপসেট।এছাড়া রয়েছে cotex-A53 1.5 GHZ অক্টাকোর প্রসেসর এবংMALI-T860 mp2 জিপিউ।এছাড়া ডিভাইসটিতে ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে COLOUR OS 3.0 যা এসবের সমন্বয়ে ডিভাইসটিকে চমৎকার পারফরমেন্স প্রদান করবে।
ক্যামেরা:এবার আসি এটির ক্যামেরার কথায়।অপ্পো সবসময়ই ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল বেশি দিয়ে থাকে।এবারো তার ব্যতিক্রম নয়।ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ১৬ মেগাপিক্সেল এবং মূল ক্যামেরা হচ্ছে ১৩ মেগাপিক্সেল।যাতে রয়েছে টাচ ফোকাস,ফেস ডিটেকসন,প্যানোরমা,এইডিআরের মত বেশ কিছু প্রয়োজনীয় ফিচার।ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে aperture f/2.0 এবং মূল ক্যামেরায় রয়েছে aperture f/2.2।ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল হওয়ায় ভালো মানের সেলফি তোলা যাবে।
ডিসপ্লে:৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে যার সুরক্ষায় রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৪।ফলে ডিসপ্লে তে সহজে কোনো দাগ পড়বে না।৭২০x১২৮০ রেজুলেশনের ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হচ্ছে ২৬৭ পিপিআই।
ডিজাইন:এটি একটি মেটাল বিল্ড স্মার্টফোন যার পিছনের অংশ আইফোনের মত করে ডিজাইন করা হয়েছে।
সিম ও নেটওয়ার্ক:ডিভাইসটিতে সিঙ্গেল অথবা মেমোরি কার্ডের বদলে ডুয়েল সিম ব্যবহার করা যাবে।উভয় সিম স্লটই টুজি,থ্রিজি,ফোরজি সাপোর্টেড।
ব্যাটারি: ডিভাইসটিতে দেয়া হয়েছে ৩০৭৫ mah লিথিয়াম পলিমার নন-রিমুভাল ব্যাটারি।
মেমোরি:ডিভাইসটিতে রয়েছে ৩ জিবি ram এবং ৩২ জিবি অভ্যন্তরীণ মেমোরি।যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
প্রসেসর,চিপসেট,জিপিউ:ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে mediatech MT6750 চিপসেট।এছাড়া রয়েছে cotex-A53 1.5 GHZ অক্টাকোর প্রসেসর এবংMALI-T860 mp2 জিপিউ।এছাড়া ডিভাইসটিতে ইউআই হিসেবে ব্যবহার করা হয়েছে COLOUR OS 3.0 যা এসবের সমন্বয়ে ডিভাইসটিকে চমৎকার পারফরমেন্স প্রদান করবে।
ক্যামেরা:এবার আসি এটির ক্যামেরার কথায়।অপ্পো সবসময়ই ফ্রন্ট ক্যামেরার মেগাপিক্সেল বেশি দিয়ে থাকে।এবারো তার ব্যতিক্রম নয়।ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ১৬ মেগাপিক্সেল এবং মূল ক্যামেরা হচ্ছে ১৩ মেগাপিক্সেল।যাতে রয়েছে টাচ ফোকাস,ফেস ডিটেকসন,প্যানোরমা,এইডিআরের মত বেশ কিছু প্রয়োজনীয় ফিচার।ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে aperture f/2.0 এবং মূল ক্যামেরায় রয়েছে aperture f/2.2।ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল হওয়ায় ভালো মানের সেলফি তোলা যাবে।
ওএস:ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিলপ।ইউজার ইন্টারফেস হিসেবে ব্যবহার করা হয়েছে Colour Os 3.0.
সেন্সর:ডিভাইটির সিকিউরিটির জন্য রয়েছে ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।এছাড়া আরো বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর রয়েছে যেমন: accelerometer, proximity, compass।
কানেক্টিভিটি:ডিভাইসটি মাইক্রোইউএসবি ২.০ সাপোর্টেড।এছাড়া রয়েছে ইউএসবি অন দ্যা গো বা ওটিজি যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে তাদের মোবাইলের সাথে মাউস,কিবোর্ড,পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
কালার:গোল্ড,রোজ গোল্ড এবং গ্রে এই তিনটি কালারে এটি বাজারে পাওয়া যাচ্ছে।
দেশের বাজারে এটির দাম পড়বে ২৩৯০০ টাকা
সেন্সর:ডিভাইটির সিকিউরিটির জন্য রয়েছে ফ্রন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।এছাড়া আরো বেশ কিছু প্রয়োজনীয় সেন্সর রয়েছে যেমন: accelerometer, proximity, compass।
কানেক্টিভিটি:ডিভাইসটি মাইক্রোইউএসবি ২.০ সাপোর্টেড।এছাড়া রয়েছে ইউএসবি অন দ্যা গো বা ওটিজি যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজে তাদের মোবাইলের সাথে মাউস,কিবোর্ড,পেনড্রাইভ ইত্যাদি ব্যবহার করতে পারবেন।
কালার:গোল্ড,রোজ গোল্ড এবং গ্রে এই তিনটি কালারে এটি বাজারে পাওয়া যাচ্ছে।
দেশের বাজারে এটির দাম পড়বে ২৩৯০০ টাকা
- swadhin
Post Categories:
oppo f1s price bd
phone Review