চীনা স্মার্টফোন বাজারে ১ নম্বর ব্রান্ড অপ্পো
প্রতিষ্ঠানটি চীনা স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ শেয়ার ধারণ করছে। অন্যদিকে মার্কেট শেয়ারের ১৭.৪ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে হুয়াওয়ে। মার্কেট শেয়ারের ১২ শতাংশ শেয়ার নিয়ে ভিভো আছে তিন নম্বরে।
চীনা স্মার্টফোন বাজারে হুয়াওয়েকে পিছনে ফেলে ১ নম্বর অবস্থানে চলে এসেছে অপ্পো। প্রতিষ্ঠানটি চীনা স্মার্টফোন বাজারের ২৩ শতাংশ শেয়ার ধারণ করছে। অন্যদিকে মার্কেট শেয়ারের ১৭.৪ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে হুয়াওয়ে। মার্কেট শেয়ারের ১২ শতাংশ শেয়ার নিয়ে ভিভো আছে তিন নম্বরে। সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম জিএসএম আরেনা’র তথ্যানুযায়ী, অপ্পো চীনা বাজারের শেয়ার অ্যাপল এবং স্যামসাংয়ের সম্মিলিত শেয়ারের থেকেও বেশি। চীনা বাজারে বর্তমানে অ্যাপলের শেয়ার ৯ শতাংশ। সেখানে শাওমি’র শেয়ার ৬.৮ শতাংশ। অথচ ২০১৪ সালে চীনে ২ শতাংশের কম স্মার্টফোন বিক্রি করেছিল অপ্পো। ২০১৫ সালের জুন মাস পর্যন্ত অপ্পোর শেয়ার ৬.১ শতাংশ বৃদ্ধি পায়। এবছরের জুন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার বেড়ে দাঁড়ায় ২২.৯ শতাংশ।
অথচ এর পূর্বে, হুয়াওয়ে এবং শাওমি চীনা বাজারে শীর্ষে অবস্থান করছিল। গত বছর শাওমি’র চীনা বাজারে শেয়ার ছিল ১৫.১ শতাংশ। এ বছর তা কমে ৬.৮ শতাংশে নেমে এসেছে।
অপ্পো আর৯ স্মার্টফোনটি বিশ্বের বিভিন্ন বাজারে অপ্পো এফ১ প্লাস নামে বিক্রি হয়েছে। স্মার্টফোনটি জুন মাসে ৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে শ্রেষ্ঠ-বিক্রিত ডিভাইস। এফ১ ডিভাইসের পরবর্তী সংস্করণ হিসেবে ৩ আগস্ট সেলফি-কেন্দ্রিক এফ১এস স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে অপ্পো।
‘সেলফি বিশেষজ্ঞ’ নামে পরিচিত ডিভাইসটির ক্যামেরা আরও উন্নতরূপে হাজির হবে। তবে ক্যামেরায় কী ধরণের পরিবর্তন থাকবে তা এখনও জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া