আসুন Android phone এর প্রসেসর সম্পৰ্কে ধারণা নেয়া যাক
যেসব কাজগুলো প্রসেসর করতে পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন (Instraction) সেট। একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন সেট কোনটি। পুরাতন ফোনের প্রসেসরের থাকে ARMV6 ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার যুগের নতুন কোন বড়সড় অ্যাপলিকেশন বা গেম চালাতে পারে না। এখন আর ARMv6 ফোন না কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য আপনি ফোনের স্পেসিফিকেশন দেখলেই পেয়ে যাবেন। যদি ARMv7 বা ARMv8 হয়, তাহলে প্রসেসরটি উন্নতমানের । এরপর হচ্ছে প্রসেসরের গঠন বা আর্কিটেকচার। কাজ শুধু জানলেই হবেনা, বলিষ্ঠ শক্তিশালী হতে হবে।।
*Processor Architecture
ARMv7(32bit)-এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত 5 ধরনের।
এগুলো হচ্ছেঃ–> Cortex A5, A7, A8, A9 ও A15..
ARMv7(32bit)-এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত 5 ধরনের।
এগুলো হচ্ছেঃ–> Cortex A5, A7, A8, A9 ও A15..
ARMv8- (64bit)এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত 2 ধরনের।
এগুলো হচ্ছেঃ–> Cortex A53, A57, .
এগুলো হচ্ছেঃ–> Cortex A53, A57, .
প্রত্যেকটি কোম্পানিই এই armv7 or armv8 ধরনের Architecture (আর্কিটেকচার) মেনেই Processor তৈরি করা হয়ে থাকে। Cortex A5 ,A7 মূলত অনেক পুরাতন ও বেশ দুর্বল। অন্যদিকে Cortex A33 ,A53,A57সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি সময়ে বাজারে আসা Android Smart Phone কেনার সময় সম্ভব হলে Cortex A9 দেখে নেয়া উচিত। আর তা না হলে Cortex A7.. তবে Cortex A5 এর স্মার্টফোন না নেয়াই ভাল। কিন্তু যারা ফোনে HD Games খেলে না বা HD Video দেখে না, তাদের জন্য আবার Cortex A5 ,A7 দেখে নেওয়াই ভালো। কারন Cortex A5 ,A7 আর্কিটেকচারের প্রসেসরগুলো খুবই কম Battery Use করে, যার ফলে ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
**প্রসেসরের আরেকটি ব্যাপারটি হলো NEON সাপোর্ট।
NEON কঠিন কিছু না। NEON Supported হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ মানের ভিডিও সরাসরি প্লে করতে বা চালাতে পারবে।
**Clock Speed বা প্রসেসরের কাজের গতি। Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
NEON কঠিন কিছু না। NEON Supported হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ মানের ভিডিও সরাসরি প্লে করতে বা চালাতে পারবে।
**Clock Speed বা প্রসেসরের কাজের গতি। Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
** প্রসেসরের আরেকটি বিষয়, Processor মাল্টিকোর (MultiCore) কিনা? Dual Core মানে দুইটি প্রসেসর, Quad Core মানে ৪টি। প্রসেসর। ঠিক এমনি ভাবে Hexa Core মানে ৬টি প্রসেসর এবং Octa Core মানে ৮টি প্রসেসর। প্রসেসরের Coreই সবকিছু না। প্রসেসর কোন Architecture এর সেটা বড় ব্যাপার। যেমন Dual Core Cortex A53 এর স্কোর যদি হয় 60, Quad Core Cortex A7 এর স্কোর হবে 50.. তবে HD Games খেলার জন্য Quad Core বা তারচেয় বেশি Core দেখে কেনা উচিত। তাই প্রথমে দেখা উচিৎ প্রসেসর ইন্সট্রাকশন সেট ও আর্কিটেকচার।।