- প্রযুক্তির কথা বলে

August 20, 2016

স্মার্টফোনের বাজারে Nokia আবার ফিরছে ,এন্ড্রয়েড এবং ফীচার ফোন নিয়ে



নোকিয়া আবারো ফিরছে 3-4 টি এন্ড্রয়েড ফোন নিয়ে । এবছরের শেষের দিক অথবা 2017 এর প্রথমদিকে এসব ডিভাইস বাজারে আসতে পারে বলে জানিয়েছেন ,নোকিয়া চীনের নির্বাহী মাইক ওয়াং ।  ফোনের হার্ডওয়্যার নির্মাণে কাজ করছে ফক্সকন । ইন্টারনেটে লিক হওয়া স্পেফিকেশনে দেখা যাচ্ছে ,নতুন নোকিয়ার  ফ্ল্যাগশিপ  Device এ  থাকছে এন্ড্রয়েড 7.0 । আর ক্যামেরা হতেপারে 22 মেগাপিক্সেল ,আরো থাকছে 4 জিবি র্যাম , আর চিপসেট হিসাবে থাকছে Qualcumn এর snapdragoan 820 । 2016 তে নোকিয়ার সাথে মাইক্রোসফটের চুক্তি শেষ হওয়াতে এখন নোকিয়ার ব্র্যান্ড name ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনতে আর কোন সমস্যা নেই ।  নোকিয়ার পুরানো কর্মীদের দ্বারা গঠিত প্রতিষ্ঠান HMD নোকিয়া ফোন প্রস্তুত করছে , তাই নোকিয়া হয়তো আবার আগের মতোই মার্কেটের দখল নিতে পারবে বলে অনেকেই মনে করছেন ।
সূত্র : জি এস এম এরিনা
লিখেছেন : সজীব
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ