start up এর সময় বিপ দিয়ে পিসি বন্ধ হয়ে যাচ্ছে,অথবা thermal shutdown হচ্ছে ? দেখে নিন ঘরোয়া সমাধান
তাই ভাবলাম অনেকের এরকম প্রবলেম হতে পারে তাই এটা সমাধানটা share করছি ।
প্রথমে আমাদের জানতে হবে কেন এই বিপ শব্দ টা করে।
এটা অনেক সময় র্যামে ময়লা জমে থাকলে এই শব্দ টা করে। আবার অনেক সময় কুলিং ফ্যানের বাতাস বের হতে পারে না তাই করে। কিন্তু বিলিভ ইট অর নট আপনি এটার জন্য কোন রিপিয়ার শপে গেলে আপনাকে বলবে মাদারবোর্ড বদলানোর জন্য। আজ আপনাদের শিখিয়ে দিব কিভাবে এই প্রবলেম এর সহজ সমাধান করবেন।
আপনাকে যা করতে হবে :
ধাপ ১. প্রথমে ব্যাটারি খুলে ফেলুন।
ধাপ ২. ল্যাপটপ এর পিছনের কাভার খুলুন।
ধাপ ৩. র্যাম টা খুলে র্যামের স্লট এবং র্যাম এর সোনালী অংশটা রাবার অথবা ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষে পরিষ্কার করুন
ধাপ ৪. এবার র্যাম কাভার এবং ব্যাটারি লাগান এবং ওপেন করুন দেখুন ল্যাপটপ ওপেন হচ্ছে এবং কোন বিপ বিপ হচ্ছে না।
আশা করি উপরের সলিউশন টা কাজে আসবে।আর এর পরও যদি কাজ না হয় তাহলে ধরে নিতে হবে আপনার হার্ড ডিস্ক অথবা মাদারবোর্ড এ সমস্যার কারণে এরকম হচ্ছে l সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যেতে পারেন l
NB: এছাড়াও প্রায় একই ধরনের আরেকটি সমসসা হলো ল্যাপটপ বিপ দিয়ে thermal shutdown হয় অনেকের ,সে ক্ষেত্রে একই সাথে একাধিক সফটওয়্যার চালানো থেকে বিরত থাকুন ,বিশেষ করে যেসব সফটওয়্যার হাই গ্রাফিক্স use করে ,সেসব সফটওয়্যার ১ তার বেশি একত্রে রান করবেন না l
আর পিসি কে ফাস্ট আর র্যাম ফ্রি রাখতে হবে আপনাকেআর এজন্য বেস্ট সফটওয়্যার হলো গ্লেরে ইউটিলিটিস জা আপনি এই লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন l
ভাল থাকবেন কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশন এ জিজ্ঞেস করতে পারেন।
লিখেছেন : Emon Reza