রবিতে কিভাবে একই সাথে একাধিক ডাটা প্যাক চালাবেন ।
তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।
কার্যপদ্ধতি :
*প্রথমে dial করুন *8444# নম্বরে । এবার 4 টা মেনু আসবে
*প্রথমে dial করুন *8444# নম্বরে । এবার 4 টা মেনু আসবে
*তারপর এখন থেকে 2 no মেনু সিলেক্ট করুন ,অর্থাৎ 2 লিখে সেন্ড করুন ।
*এবার আপনার ক্রয়কৃত ডাটা প্যাক লিস্ট আকারে show করবে ।
ধরুন আমি 500 mb প্যাক বন্ধ করে 1039mb তা চালু করতে চাই
ধরুন আমি 500 mb প্যাক বন্ধ করে 1039mb তা চালু করতে চাই
*তাহলে আমাকে 2 সিলেক্ট করতে হবে অর্থাৎ 2 লিখে dial করলাম
* এবারে temporary stop প্ল্যান সিলেক্ট করুন ।
*তো 500 mb প্যাক বন্ধ হয়ে গেলে দেখাবে plan sucessfully updated |
*এবারে বের হয়ে আসুন এবং আবার *8444# dial করে manage existing plan এ গিয়ে ঐখান থেকে যে প্যাক এক্টিভ করতে চান সেটা সিলেক্ট করুন । এবং active plan সিলেক্ট করুন দেখবেন সেই প্যাক টি চালু হয়ে গেছে ।
NB : আপনি কোনো night time প্যাক কিনে থাকলে সেটি শুধু রাতে এক্টিভ করার অপশন আসবে । আর 24 hours প্যাক গুলো যেকোনো সময় এক্টিভ অথবা pause করা যাবে ।
পোস্ট বুঝতে problem হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন l
-সজীবপোস্ট বুঝতে problem হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন l