- প্রযুক্তির কথা বলে

October 15, 2016

রবিতে কিভাবে একই সাথে একাধিক ডাটা প্যাক চালাবেন ।


আমরা অনেকে রবিতে ডাউনলোডের জন্যও নাইট time কিছু ডাটা প্যাক ক্রয় করি ,কিন্তু এর ফলে দিনের অন্য সময় ইন্টারনেট চালাতে পারি না ।কিন্তু আপনার হয়তো জানা নেই রবিতে যে একই সাথে একাধিক প্যাক ক্রয় করা যায় । এবং যে কোনো প্যাক pause করে অন্য প্যাক চালানো যায় ।
তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।

কার্যপদ্ধতি :
*প্রথমে dial করুন *8444# নম্বরে । এবার 4 টা মেনু আসবে

*তারপর এখন থেকে 2 no মেনু সিলেক্ট করুন ,অর্থাৎ 2 লিখে সেন্ড করুন ।

*এবার আপনার ক্রয়কৃত ডাটা প্যাক লিস্ট আকারে show করবে ।

ধরুন আমি 500 mb প্যাক বন্ধ করে 1039mb তা চালু করতে চাই

*তাহলে আমাকে 2 সিলেক্ট করতে হবে অর্থাৎ 2 লিখে dial করলাম

* এবারে temporary stop প্ল্যান সিলেক্ট করুন ।

*তো 500 mb প্যাক বন্ধ হয়ে গেলে দেখাবে plan sucessfully updated |

*এবারে বের হয়ে আসুন এবং আবার *8444# dial করে manage existing plan এ গিয়ে ঐখান থেকে যে প্যাক এক্টিভ করতে চান সেটা সিলেক্ট করুন । এবং active plan সিলেক্ট করুন দেখবেন সেই প্যাক টি চালু হয়ে গেছে ।

NB : আপনি কোনো night time প্যাক কিনে থাকলে সেটি শুধু রাতে এক্টিভ করার অপশন আসবে । আর 24 hours প্যাক গুলো যেকোনো সময় এক্টিভ অথবা pause করা যাবে ।

পোস্ট বুঝতে problem হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন l

-সজীব
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ