- প্রযুক্তির কথা বলে

December 11, 2016

ডেস্কটপ/ল্যাপটপ এর স্ক্রিন রেকর্ড করুন সহজেই । (বাড়তি কোনো software ছাড়া )


(টেক প্রকাশ)আশা করি আপনারা সবাই ভাল আছেন। এটি আমার প্রথম টিউন তাই কোন রকম ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আমি আজ আপনাদের দেখাব VLC দিয়ে কিভাবে Desktop/laptop স্ক্রিন রেকর্ড করা যায়।

যদি আপনার PC তে VLC media player  না থাকে তাহলে নিচে দেওয়া লিংক থেকে ইন্সটল করে নিন
 এইখানে ক্লিক করুন
ইন্সটল করার পর ওপেন করুন।

উপরের tools থেকে media তে ক্লিক করে Open captured device (ctrl+c) সিলেক্ট করুন।

Open captured device এ ক্লিক করার পর নতুন window ওপেন হবে। উপরের tools থেকে capture device সিলেক্ট করুন এবং Capture Mode এর Down arrow তে ক্লিক করে Desktop সিলেক্ট করুন । তারপর Desired Frame Rate for the Capture অপশনে 10.00 f/s করে দিন। নিচের play অপশন এর Down arrow তে ক্লিক করে Convert সিলেক্ট করুন।

নতুন Convert Window ওপেন হবে। তারপর Profile এর শেষের অপশনে ক্লিক করে Profile name দিন এবং Encapsulation থেকে Mp4/mov মার্ক করে নিন। এখন উপরের tools থেকে Video Codec সিলেক্ট করুন। তারপর Video অপশন টি মার্ক করুন। এখন নিচের Codec থেকে H-264 সিলেক্ট করুন। অতপর Create এ ক্লিক করুন।

Create এ ক্লিক করার পর আপনি আবার Convert window তে ফিরে যাবেন। Browser অপশনে ক্লিক করে Video টি আপনি কোথায় Save করতে চান সেই Folder সিলেক্ট করুন এবং File name দিয়ে save করুন। এবার Start এ ক্লিক করলেই আপনার স্ক্রিন রেকর্ড হওয়া শুরু হবে। আপনি আপনার স্ক্রিন রেকর্ড করার সুবিধার্তে VLC media player Minimize করতে পারেন। রেকর্ড করা শেষ হওয়ার পর VLC ওপেন করে Stop button এ ক্লিক করলেই আপনার Video টি Save হয়ে যাবে।

-মামুন আহমুন

  পোষ্ট ট্যাগ
vlc media player, laptop/desktop screen recorder

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ