- প্রযুক্তির কথা বলে

December 29, 2014

এন্ড্রয়েড ডিভাইসে ক্যালিব্র করে আপনার ব্যাটারির ক্ষমতা দিগুন করে নেন! (১০০% গ্যারান্টি চার্জ থাকবেই)

প্রথমে গুগল প্লে স্টোর থেকে এই
Battery Calibration অ্যাপ নামিয়ে নিন,আমাদের এন্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা একটু বেশি করতে হয়। তবে এর থেকেও চিন্তার বিষয়
হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক ব্যবহারকারীর এন্ড্রয়েড ফোন

এটি ব্যাটারি নষ্ট না হলেও ডিভাইসের সিস্টেম ত্রুটির কারোনেও হতে পারে। আজ আমরা দেখবো কিভাবে এই ত্রুটি দুরকরা যায়। এন্ড্রয়েড ফোনে যাদের চার্জ কম থাকে কিংবা হুট করে ২০%
থেকে চার্জ কমে ০% হয়ে যায় এমন সমস্যায় ভুগছেন
তারা ব্যাটারি ক্যালিব্রেশন করে নিতে পারেন। মূলত আমাদের ফোনের বিশেষ স্মার্ট সেন্সর থাকে যা নিয়ন্ত্রণ করে ব্যাটারি, এর সাহায্য ব্যাটারির চার্জ কতটুকু আছে তা আপনাকে দেখায়
ব্যাটারি। কিন্তু এই প্রোগ্রামে যদি কোনও ত্রুটি থাকে তবে ডিভাইস
আপনাকে সঠিক পরিসংখ্যান দেখাবেনা।

রুট করা সেটের ক্ষেত্রে বিভিন্ন আপ্লিকেশান
দিয়ে আপনি ব্যাটারি ক্ষমতা বাড় করে নিতে পারেন কিংবা সেট যদি রুট করা না থাকে তবে আপনার পক্ষে ক্যালিব্রেশন করতে কিছুটা সমস্যা হবে কিন্তু তাও সম্ভব। আমরা আগে দেখবো রুট ডিভাইসে কিভাবে ব্যাটারি ক্যালিব্রেশন করবেন।




Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ