অ্যান্ড্রয়েড ও আইফোনে আসছে মাইক্রোসফটের কর্টানা
এর আগেই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের মাধ্যমে ডেস্কটপ পিসির জন্যও মাইক্রোসফটের ভার্চুয়াল ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস কর্টানার অন্তর্ভুক্তির কথা জানানো হয়েছে। এবারে এই কর্টানাকে মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেমের বাইরে নিয়ে আসার ঘোষণা দেওয়া হলো।
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম গ্রুপের প্রধান জো বেলফিওর উইন্ডোজের অফিশিয়াল ব্লগে এক ব্লগপোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন। তার ব্লগপোস্টে তিনি জানিয়েছেন, অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্যও তারা তৈরি করছেন কর্টানার আলাদা আলাদা সংস্করণ। বিভিন্ন ধরনের প্রযুক্তির সম্মিলনের এই যুগে এখন সকলেই একাধিক ডিভাইস ব্যবহার করে থাকেন। ডেস্কটপ পিসি থেকে শুরু করে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট পিসি—এমন একাধিক ডিভাইস এখন দিনের মধ্যে একাধিকবার ব্যবহার করতে হয় সকলকে।
ডিভাইস যাই হোক না কেন, নিজের গড়া ভার্চুয়াল বিশ্বটি যেন সব ক্ষেত্রে একই থাকে তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবেই কর্টানাকে অ্যান্ড্রয়েড এবং আইফোনের জন্য নিয়ে আসছে মাইক্রোসফট। বেলফিওর তার ব্লগপোস্টে ব্যাখ্যা করে বলেছেন, কর্টানা ছাড়াও মাইক্রোসফট এমন একটি বিশেষ অ্যাপ তৈরি করবে যা ব্যবহারকারীর উইন্ডোজ পিসির সাথে তার ব্যবহূত অ্যান্ড্রয়েড বা আইওএস প্ল্যাটফর্মের স্মার্টফোন ও ট্যাবের মধ্যে সেতুবন্ধন রচনা করবে। মাইক্রোসফট এই অ্যাপের নাম দিয়েছে ‘ফোন কম্প্যানিয়ান’ বা ‘ফোনের সঙ্গী’।
উইন্ডোজ পিসিতে ফোন কম্প্যানিয়ান ইনস্টল করার পর স্মার্টফোন বা ট্যাবেও একে ইনস্টল করে নিতে হবে। এরপর ওয়ানড্রাইভের ফাইল, স্মার্টফোনে তোলা ছবি, ওয়ানড্রাইভে রাখা গানের প্লেলিস্ট, ওয়াননোটে নেওয়া নোট—সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে সিনক্রোনাইজ হয়ে যাবে সব ডিভাইসে। এর সাথে কর্টানার অন্তর্ভুক্তি মাইক্রোসফটের পুরো ইকোসিস্টেমকেই হাজির করবে অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের মধ্যেও। অ্যান্ড্রয়েড ও আইওএসের কর্টানাতেও উইন্ডোজ ১০ বা উইন্ডোজ ফোনের কর্টানার অভিজ্ঞতাই পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বেলফিওর।
সূত্রঃ ইত্তেফাক