এবার এসে গেল নম্বর পাল্টে ফোন করার অ্যাপ
প্রযুক্তির এই অগ্রগতি অপরাধ আরও বাড়াবে কিনা, তা পাঠকদের বিচার্য, তবে বন্ধুদের একটু চমকে দিতে এবার এল এমন অ্যাপ, যা দিয়ে আপনি মুহূর্তের জন্য বদলে ফেলতে পারেন নিজের ফোন নম্বর। অ্যান্ড্রয়েডের এই অ্যাপগুলাের সাহায্যে গ্রাহক কিছুক্ষণের জন্য বদলে ফেলতে পারে নিজের পরিচয়।
ইতোমধ্যেই বিভিন্ন স্মার্টফোনে ছেয়ে গিয়েছে Voxox, Lifehacker, Spoofcard, Tracebust, CallerIDFaker-সহ পরিচয় বদলের বিভিন্ন অ্যাপ-এ। এগুলাের মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়ে Tracebust। কীভাবে কাজ করবে এই অ্যাপ?
এই অ্যাপ থেকে ফোন করলে কিছু সময়ের জন্য বদলে যাবে আপনার ফোন নম্বর। এর পর যদি গলা পাল্টে ফেলেন, তাহলে ফোনের অপর প্রান্তের পরিচিত মানুষটির আপনাকে চিনতে বেশ কসরত করতে হবে। বহু মানুষ এই সব অ্যাপ ইনস্টল করে বন্ধু-বান্ধবদের সঙ্গে মজায় মেতেছেন। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে অপরাধও। বিভিন্ন রাজ্যের প্রশাসন জানাচ্ছে, এই সব অ্যাপ-এর সাহায্যে নারীদের উত্যক্ত করা শুরু করেছে অনেকে। এ বিষয়ে নানা অভিযোগও জমা পড়ছে।
সূত্র: kalerkantha