ফোনে ললিপপ ইফেক্ট দিন সহজেই
আমার অধিকাংশই JB & KK'এর ইউজার ৷ আমাদের ইন্টারফেসটা প্রায়ই সাদামাটা ৷ গুগল 5.0+ ব্যবহারকারীদের জন্য ইন্টারফেসটা অত্যন্ত আকর্ষণীয় করেছে ৷ চলুন দেখে আসি জেলিবিন বা কিটক্যাট ইউজার হয়েও সেটি কীভাবে উপভোগ করবেন ৷
যা যা লাগবে:
১/Xposed Installer
২/Monster Ui
৩/Rooted Device
আ্যাপসগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেন ৷ এবার নিচের ধাপগুলো অনুসরণ করেন: :
Open Xposed Installer>Grant Root permission> Tap on module>Monster Ui এর ডানে ক্লিক করে মডিউলটি এ্যাক্টিভেট করে নেন >Go Back>Framework> Install/Update> Reboot চাইবে এবং রিবুট করবেন ৷
এবার দেখতে পাবেন আপনার systemui interface lollipop style হয়ে গেছে ৷ কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে জানান ৷