- প্রযুক্তির কথা বলে

September 27, 2016

রবি আনলিমিটেড ফ্রি নেট(আপডেট :সেপ্টেম্বর ২৭,২০১৬)

রবি ফ্রি নেট অনেকদিন পর আবার চালু হয়েছে ৷
চলুন দেখে আসি ,কীভাবে রবিতে আনলিমিটেড ফ্রিনেট চালানো যাবে:
প্রথমেই বলে রাখি সিমে টাকা/এম্বি কিছুই রাখবেন না ৷
এবার নিচের স্টেপগুলো ফলো করেন->>>
প্রথমে Go to setting ->more->cellular network ->Robi ->access point names ->new profile
Name:Techbee
Apn : Internet

আর কিছু দেয়া লাগবে না।এখন এখান থেকে হ্যান্ডেলার Uc mini ডাউনলোড করে নিন ৷
ইনস্টলমেন্টের পর ওপেন করে  নিচের মতো করে হ্যান্ডেলারটির সেটিংস করে নিন...

Proxy type : Real host 
Proxy server : http://robi.fonepass.mobi/view/redirect.html?

বাকিগুলো যেভাবে আছে সেভাবে রেখে  ok দিয়ে ভিতরে ডুকে যান।এর পরে আপনি যেকোনো সাইটে ফ্রি ভিজিট করতে পারবেন ৷
যদি error আসে তাহলে মেনুতে  ঢুকে speed mode অন করে নিন।



ডাউনলোডের নিয়ম:
কোনো কিছু ডাউনলোড করতে গেলে failed to retry দেখাবে ৷ ভয়ের কিছু নাই, ডাউনলোড দেয়া ফাইলটিতে কিছুক্ষন চেপে ধরে রাখুন।
এর পরে Details এ যান দেখবেন ফাইলটির সকল Details পাবেন ৷
এবার ডাউনলোড লিংক টি কপি করুন ৷

এবার যেকোন প্রক্সি সাইট যেমন :Www.hideip.co    Www.hideme.be
সাইটে প্রবেশ করার পর একটি ফাকা ঘর পাবেন সেখানে কপি করা লিংকটি paste করুন।এর পরে go to site এ ক্লিক করুন দেখবেন ডাউনলোড option এসেছে।
এখন কষ্ট করে ফাইল টির নাম আবার লিখে ডাউনলোড লিস্টে ফেলে দিন।তাহলেই শুরু হয়ে যাবে ডাউনলোড...

[NB:কিছু কিছু ফাইল ডাউনলোড শুরু হতে দেরি হতে পারে তাই connecting লেখা ওঠে থাকতে পারে ওইসব ফাইল ডাউনলোড শুরু না হওয়া পর্যন্ত ১৫ সেকেন্ড পর পর পস/রিজুম করবেন আশা করি একমিনিটের মধ্যে শুরু হয়ে যাবে  ৷YouTube & upfile থেকে ডাউনলোড হবে না]
কারো কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জানান ৷
আমার  ফেসবুক গ্রুপ:
 এন্ড্রয়েড হেল্পলাইন      

#Al Imran
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ