গুগলের যত মজার ব্যবহার
কোনো তথ্য বা ছবি খোজার জন্য গুগলের বিকল্প নেই।পৃথিবী কিংবা মহাবিশ্বের এমন কিছু নেই যা গুগল জানে না।গুগল হচ্ছে একটি জ্ঞান ভান্ডার।শতকরা ৮০ ভাগ লোকই ইন্টারনেট দুনিয়ায় প্রবেশ করে গুগলের মাধ্যমে।গুগলের রয়েছে বেশ কিছু মজার ব্যবহার যা আমরা জানি না।চলুন সেগুলো জেনে নেই।
★FLIP A COIN:গুগল সার্চে flip a coin লিখে সার্চ করুন।দেখবেন গুগল নিজ থেকে Head অথবা tail দেখাচ্ছে ঠিক ক্রিকটের টসের মত।
★ROLL A DICE:আপনি চাইলে গুগলের সাথে লুডুও খেলতে পারেন।এজন্য সার্চবারে লেখুন roll a dice এবং দেখুন ম্যাজিক।
★ASKEW:গুগল সার্চে askew লিখে সার্চ দিন দেখবেন সার্চ রেজাল্ট কিছুটা ডান দিকে হেলে গেছে।
★GOOGLE MIRROR:আপনি কি জানেন গুগলের একটি mirror verson রয়েছে।এজন্য আপনার ব্রাউজারে এ্যাড্রেস বারে লেখুন www.elgoog.im
★GOOGLE PACMAN:গুগলের সাথে খেলতে একটি মজার গেম গুগল প্যাকমান।এজন্য গুগল সার্চে গুগল প্যাকম্যান লিখে সার্চ দিন।
★GOOGLE SPACE OR GRAVITY:গুগল সার্চে google gravity কিংবা google space লিখে সার্চ দিন এবং I AM FEELING LUCKY তে ক্লিক করুন দেখবেন গুগলরের হোমপেজের অপশন গুলো ভাসছে।
★GOOGLE BARREL:গুগল পেজটিকে ৩৬০ ডিগ্রি দেখদে চাইলে গুগলে Do a barrel roll লিখে সার্চ দিন।
#স্বাধীন