- প্রযুক্তির কথা বলে

November 16, 2016

Android এ ইনস্টলেশন ব্লকের সমাধান ৷

কিছু অ্যাপস ইনস্টলের সময় ইনস্টলেশন ব্লকের পপ-আপ এসে আর অ্যাপসটি ইনস্টল হয় না ৷ বিশেষত রুটেট কিছু অ্যাপস ইনস্টলের সময় সমস্যাটি প্রায়ই দেখা যায় ৷ এটা হয় মূলত অ্যান্ড্রয়েডের অ্যাক্টিভ সিকিউরিটি  সিস্টেমের জন্য ৷ প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ডিভাইসে রয়েছে Apps verify over internet সিস্টেম ৷ অ্যাপসটি আপনার ডিভাইসের জন্য ক্ষতিকর ,তাই আপনার সুরক্ষার জন্য সিস্টেমটি আপনার ডিভাইসে ক্ষতিকর অ্যাপস ইনস্টলমেন্টে বাধা দেয় ৷

সিকিউরিটি সিস্টেমের দৃষ্টিতে ক্ষতিকর হলেও অ্যাডভান্সড অ্যান্ড্রয়েড ব্যাবহারকারীদের কিছু অ্যাপস ইনস্টল করা লাগে ৷ সেক্ষেত্রে অ্যাপসটি ইনস্টলেশন এর জন্য পপ-আপ বক্সের নিচের অংশ থেকে more details এ ট্যাপ করবেন ৷
                  
ট্যাপের পর install anyway (unsafe ) অপশন পাবেন,ওইখানে ট্যাপ করলেই ইনস্টলেশন শুরু হবে ৷

-  আল ইমরান




পোস্ট ট্যাগ :

Installation block ,Security  ,Root
   
     



 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ