পিসিতে ভালো গেমিং অভিজ্ঞতার জন্য কিছু সাহায্যকারী সফটওয়্যার ও ব্যবহারবিধি
(সংগৃহিত ) আশা করি সবাই ভাল আছেন। আমাদের অনেকের পিসিতেই অনেকসময় অনেক গেম চলে না ,আবার গেম রান করলেও স্মুথলি চলে না l কিন্তু কিছু সাহায্যকারী সফটওয়্যার ব্যবহার করে unsupported গেম গুলো খেলা সম্ভব ভালোভাবেই l তো চলুন গেমিং এর ভালো অভিজ্ঞতা নিতে কোন সব সফটওয়্যারব্যবহার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি l
যেসব সফটওয়্যার ব্যবহার করতে পারেন :
১. 3D Analyze :
3D Analyze একটি পাওয়ারফুল এপলিকেশন যেটি আপনাকে Officially Unsupported Directx based গেম গুলো অনায়াসে খেলতে সাহায্য করবে। এই প্রোগ্রাম টি Direct 3D সাপোর্ট করাতে সাহায্য করবে। যেভাবে 3D Analyze এর মেইন সেটিংস Install ও কনফিগার করবেনঃ
- এবার এটি ইন্সটল করে ওপেন করুন।
- এবার নীচের দিকে Select Option এ ক্লিক করুন। এরপর একটা windows ওপেন হবে সেখানে আপনি যে গেমসটি খেলতে চান সেই গেমটির. .exe ফাইল টি সিলেক্ট করুন
- এবার আপনি বিভিন্ন গ্রাফিক্স কার্ডের নাম, VendroID, deviceID দেখতে পাবেন, এদের যেকোন একটি সিলেক্ট করুন এবং VendroID ও DeviceID Enter করুন column এর বাম দিক থেকে।
- এখন Run Button এ ক্লিক করুন এবং Enjoy করুন। স্ক্রীণশট টি দেখুন বুঝতে সুবিধা হবে আশা করি।
২. Swiftshader :
Swiftshader Moduler Architecture Multiple Application সাপোর্ট করতে সক্ষম যেমন DirectX® 9.0, ও OpenGL® ES 2.0, এই Swiftshader অনেকটা 3D Analyzer এর মতই কাজ করে তবে ওটার চেয়ে একটু উন্নত এটা এই আর কি।
- যেভাবে ব্যবহার করবেনঃ
- প্রথমে Swiftshader Download করুনঃ
Download Swiftshader 3.0 for x86bits
Download Swiftshader 3.0 for x64bits
- এখন swiftshader এর zip ফাইল টা Extract করুন।
- এখন Extracted folder থেকে d3d9.dll ফাইল টা Copy করুন
- এখন Games Directory তে d3d9.dll ফাইল টি Paste করুন
- এখন যেখানে আপনি d3d9.dll ফাইল টা রেখেছেন সেখানে গিয়ে গেমের .exe ফাইলে click করেন এবং Enjoy করুন।
৩. Razer Cortex Boost :
Razer Cortex আপনার পিসির পারফরমেন্স Improve করবে। গেমিং এর সময় যেসব অপ্রয়োজনীয় Apps গুলো রানিং থাকবে সেগুলো কে মেরে আপনার পিসি কে আরও ফাস্ট করবে এই Razer cortex.
ব্যবহারবিধিঃ
- এটা কে Activate করতে গেলে আপনাকে এখানে একটি একাউন্ট খুলতে হবে তাই একাউন্ট খুলে এটিকে Activate করুন।
- Account বানানো হয়ে গেলে Right click করে যে কোন গেম এপলিকেশন Razer cortex: Boost এর সাহায্যে অনায়াসে Run করুন।
৪. Wise Game Booster :
এটি একটি Simple Memory Tools যেটি অপ্রয়োজনীয় Apps Kill করে আপনার Ram Free রাখনে ও Lag ছাড়া অনায়াসে আপনাকে গেম খেলতে সাহায্য করবে। এটা অনেকটা CC Cleaner এর মত তবে এটি Junk Clean করেনা।
ব্যবহারবিধিঃ
- এখন Apps টি Run করুন ও Homepage এ যান ওখানে Scan for Games নামে একটি অপশন পাবেন সেখানে Tap করুন।
- My Games এর নীচে system optimizer নামে একটি অপশন আছে। যে কোন গেম খেলার পূর্বে আপনি system optimize করার পর Game Open করতে পারেন তাহলে Game Lag করবেনা।
এই Apps গুলো 3D Analyzer এর সাথে সবচেয়ে ভাল কাজ করে। তাই RAM optimize করে 3D Analyzer ব্যবহার করলে অনেক ভাল পারফরমেন্স পাবেন। তাই ভাল ও ফাস্ট পারফরমেন্স এর জন্যে Ram optimize করার পর 3D Analyzer ব্যবহার করুন।
উপরোক্ত
পদ্ধতিতে আপনি যে কোন গেমস আপনার পিসি তে গ্রাফিক্স কার্ড ছাড়াই অনায়াসে খেলতে পারবেন। তাই ভাল লাগলে পোস্ট টি অবশ্যই শেয়ার করবেন।
(সংগৃহিত )
-Showvik sarker
পোস্ট ট্যাগ : Hd game
no graphics card,