- প্রযুক্তির কথা বলে

November 13, 2016

ভুলবশত ডিলেট হয়ে যাওয়া যে কোনো ধরনের ফাইল রিস্টোর করতে পারবেন যে অ্যাপ দিয়ে

আমরা অনেকেই ভুলে আমাদের প্রয়োজনীয় অনেক ফাইল ডিলিট করে ফেলি।কিন্তু অনেক সময় ডিলিট করার পর আমাদের ঐ ফাইলটা Restore/ ফিরিয়ে আনার দরকার হয়।আজ আপনাদের সাথে সেই ধরনের একটি অ্যাপ শেয়ার করব,যার মাধ্যমে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল Restore/ ফিরিয়ে আনতে পারবেন ,apps টি হলো dumpster premium ।  Recycle bin এর থেকে এই অ্যাপের রেটিং অনেক বেশি।ফোন বা মেমোরি যেখান থেকেই ডিলিট করেন না কেন,ফাইল Restore / ফিরিয়ে আনতে পারবেন।


আসুন দেখি এই অ্যাপ দিয়ে কোন কোন ফাইল Restore/ ফিরিয়ে আনতে পারবেন:

1.Restore deleted pictures(jpg,png সহ প্রায় সব ধরনের ছবি Restore / ফিরিয়ে আনতে পারবেন।)
2.Music files(প্রায় সব ধরনের Audio file Restore / ফিরিয়ে আনতে পারবেন।)
4.Videos(Avi,Mp4 সহ প্রায় সব ধরনের Video Restore / ফিরিয়ে আনতে পারবেন।)
5.Apps File ( ব্যাকআপ রাখা যে কোনো  App ডিলিট হয়ে গেলে তা ফিরিয়ে আনতে পারবেন ।)
6.Document (সব ধরনের Documents Restore / ফিরিয়ে আনতে পারবেন। )

ফীচার :

আপনি চাইলে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন এবং আপনি ফোন বা মেমোরি থেকে যে ফাইল ডিলিট করবেন তা Dumpster এ জমা হবে। এই ফাইলগুলো কতদিন পর পর স্বয়ংক্রিয়ভাবে ডিলেট হবে তা নির্দিষ্ট করে দিতে পারবেন।
লিংক :-- Download

তাহলে   ইনস্টল করে রাখুন এই ছোট অ্যাপটি আর ভুলবশত Delete হয়ে যাওয়া File ফিরিয়ে আনুন।ধন্যবাদ সবাইকে।

-শাহীন আহামেদ


পোস্ট ট্যাগ : 
Dumpste r, Recycle bin,Restore  Deleted  files,ডিলিট ফাইল
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ