- প্রযুক্তির কথা বলে

December 19, 2016

দেখে নিন কিভাবে নাম ছাড়া অদৃশ্য Folder তৈরি করবেন।(Pc)

আজ আমি আপনাদের দেখাব Name এবং Folder Icon ছাড়া কিভাবে PC তে Blank folder তৈরি করা যায়। নাম ছাড়া অদৃশ্য Folder তৈরি করতে হলে নিচের নিয়ম টি অনুসরণ করুন।

একটি Folder তৈরি করুন যে কোন নাম দিয়ে। এবার Folder টি সিলেক্ট করে কী-বোর্ড থেকে F2 চাপুন অথবা Folder টির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Rename এ ক্লিক করুন। তারপর কীবোর্ড থেকে Alt কী চেপে ধরে রেখে কীপ্যাড হতে 0160 চাপুন। Alt কী ছেড়ে দিন এবং Enter দিন। ব্যাস কাজ শেষ, নাম ছাড়া Folder তৈরি হয়ে যাবে। এখন Folder টি Blank বা অদৃশ্য করতে হলে,এই নাম ছাড়া Folder এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ যান, তারপর customize > change icon এ ক্লিক করুন, তারপর icon window থেকে একটি blank icon সিলেক্ট করুন এবং ok তে ক্লিক করুন। এবার দেখুন আপনি একটি অদৃশ্য Folder তৈরি করেছেন।

Folder অদৃশ্য (Hide) হবার পর নিচের ছবির মতো করে সিলেক্ট না করা পর্যন্ত অদৃশ্য Folder টি দেখাবে না।


উপরের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঐভাবে মাউস দিয়ে Select করলে Folder টি দেখতে পারবেন।

আশা করি সবাই বুঝতে পারবেন । ভালো থাকুন।

Post tag:
Hide Folder
Crate hide folder in pc

-মামুন আহমদ।


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ