কোনটি নিবেন?শাওমি নোট ৩ প্রো নাকি নোট ৪(Which is better Xiaomi note 3 pro or xiaomi note 4)
স্বল্প বাজেটে ভালো মানের স্মার্টফোন দিয়ে ইতোমধ্যে বেশ নাম করেছে শাওমি ৷ ইদানিংকালে বাঙালিদের মাঝেও জনপ্রিয় এক ব্রান্ড হয়ে এই চাইনিজ ব্রান্ডটি ৷
শাওমির নোট থ্রি প্রো ও নোট ফোর দুইটার দাম এবং কনফিগারেশন প্রায় সমমানের হওয়ায় অনেকেই কনফিউজড হয়ে যাচ্ছেন, কোনটা নিবেন ৷ আজ আমি আপনাদের কনফিউশন দুর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ৷
দুটি ফোনেরই ডিসপ্লে ৫•৫ ইঞ,এইচডি, আইপিএস ,র্যাম ৩ জিবি ৷ নোট ৪ এ রয়েছে ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ অপরদিকে নোট ৩ প্রো'তে রয়েছে ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ৷
প্রসেসরের দিকে তাকালে নোট ৩ প্রো'তে ব্যবহার করা হয়েছে Hexa core 1.8GHz Snapdragon 650 Handling the graphics load is an Adreno 510 GPU. আর নোট ৪ এ Deca core 2.12GHz Helio (mediatek) Handling the graphics load is an mali t-880 GPU ৷ যদিও স্ন্যাপড্রাগন স্পিডি প্রসেসর কিন্তু হেলিও হচ্ছে মিডিয়াটেকের ফ্লাগশিপ ৷ হেলিওর তিনটি ভার্সন রয়েছে x10,x20,x25 ৷ নোট ৪ এ ব্যবহার করা হয়েছে x20 ভার্সনটি ৷ আশ্চর্যজনক হলেও সত্য Helio x20 এর ক্লকস্পিড snapdragon 650 অপেক্ষা বেশি! সুতরাং, স্পিড এর দিক দিয়ে নোট ৪ এগিয়ে থাকবে ৷
ব্যাটারির কথা যদি বলি নোট ৪ এ রয়েছে ৪১০০ অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার আয়ন ব্যাটারি আর নোট ৩ প্রো'তে রয়েছে ৪০০০ অ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার আয়ন ব্যাটারি ৷ তবে ব্যাকআপে নোট ৩ প্রো'ই এগিয়ে থাকবে ৷ কারন,এটি স্ন্যাপড্রাগন প্রসেসরের ৷ মিডিয়াটেকে হিটিং ইস্যু থাকায় এটির চার্জ দ্রূত ড্রেইনড হয় ৷ ছবি দুটি দেখলেই ব্যাকআপ সম্পর্কে ধারনা পেয়ে যাবেন ৷
ক্যামেরার দিকে তাকালে নোট ৩ প্রো'র ব্যাক ক্যামেরা ১৬ মেগাপিক্সেল অ্যাপাচার ২•২ আর নোট ৪ এ ১৩ মেগাপিক্সেল অ্যাপাচার ২•০ ৷ তবে নোট ৪ এর ক্যামেরায় তুলনামূলক ভালো ছবি ওঠে ৷
এবার আসি antutu benchmark এ ৷ নোট ৪ এ দিক দিয়েও এগিয়ে নোট ৩ প্রো হতে ৷
বাংলাদেশে নোট ৩ প্রোর দাম ১৩৯৯০ টাকা আর নোট ৪ পাবেন ১৪৫০০ টাকা ৷
সব মিলিয়ে আপনার যদি পছন্দ থাকে ভালো ক্যামেরা,বেশি স্টোরেজ,স্টাইলিশ তবে বেছে নিন নোট ৪ ৷ আর যদি পছন্দ থাকে বেটার পারফরমেন্স,বেশি ব্যাটারি ব্যাকআপ তবে নিয়ে নিন নোট ৩ প্রো ৷
->আল-ইমরান
Post tag:
Xiaomi
Note 3 pro vs note