- প্রযুক্তির কথা বলে

December 31, 2016

কম্পিউটার দিয়ে Root করার সহজ পদ্ধতি

যাদের কম্পিউটার আছে তারা অবশ্যই এই পদ্ধতিতে রুট করে নেবেন। কারণ এটি সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ মোবাইল ব্রিক করার কোন প্রকার ঝুঁকি নেই। এ পদ্ধতিতে এন্ড্রয়েড এর প্রায় যে কোন ভার্সন-কে Root করতে পারবেন। সর্বশেষ Android Marshmallow ভার্সন পর্যন্ত এটি অনায়াসে রুট করতে সক্ষম। তাহলে দেরী না করে কাজের কথায় আসি।
Kingo Root সফটওয়ারটি আপনার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

Download: Kingo Root (Pc)

ইনস্টল করার পর সফটওয়ারটি রান করলে নিচের চিত্রের মত শো করবে।

এখন আপনাকে মোবাইলের Developer Options অন করে (Developer option on করার জন্য Setting > About > Build Number এ পরপর ৫ - ৮ বার ক্লিক করুন)  Enable USB Debugging এ টিক চিহ্ন দিতে হবে। এটি করার জন্য আপনার মোবাইলে Settings থেকে Developer Options যেতে হবে। নিচের চিত্রে দেখুন-

তারপর USB Cable এর মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
কানেক্ট হওয়ার পর এটি অটোমেটিক্যালি ড্রাইভার ডাউলোড করে ইনস্টল করে নেবে। এর জন্য অবশ্যই আপনার কম্পিউটারটি ইন্টারনেট এর সাথে কানেক্টেড থাকতে হবে।
ড্রাইভার ইনস্টল হওয়ার পর মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।

এখানে শুধু ROOT এ ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হতে শুরু করবে। এর মধ্যে আপনাকে কিছুই করতে হবে না। নিচের চিত্রের মত রুট হওয়ার অপশন শো করতে থাকবে। (রুট হওয়ার জন্য ২-৩ মিনিট সময় নিতে পারে)

রুট কমপ্লিট হওয়ার পর নিচের চিত্রের মত Root Succeeded ম্যাসেজ শো করলে Finish Button এ ক্লিক করতে হবে।

তারপর আপনার মোবাইলটি রিস্টার্ট করুন। That's All.


আপনি যদি Unroot করতে চান তাহলে পুনরায় USB Cable এর মাধ্যমে মোবাইলটি কম্পিউটারের সাথে Connect করুন। তারপর Kingo Root সফটওয়ারটি ওপেন করলেই Root Remove করার অপশন পেয়ে যাবেন।

ধন্যবাদ...

শাহীন আহামেদ

Post Tag :
Kingo Root
Root করার সহজ পদ্ধতি
Computer দিয়ে Root করার পদ্ধতি


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ