- প্রযুক্তির কথা বলে

January 10, 2017

ফোনের নোটিফিকেশন প্যানেল থেকেই ওপেন করুন পছন্দের অ্যাপস (রুট দরকার নেই)

  (টেক প্রকাশ) আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজ আপনাদের জন্য একটি অসাধারণ অ্যাপস এর রিভিও নিয়ে হাজির হলাম। আজ যে অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করবো, সেটি ব্যবহার করে আপনি আপনার Android ডিভাইসের পছন্দের অ্যাপস গুলো অনেক অল্প সময়ের মধ্যে চালু করতে পারবেন ।
অ্যাপসটির সব থেকে বড় সুবিধা হল (রুট+আনরুট) সব ইউজাররা অ্যাপসটি ইউজ করতে পারবেন।

তাহলে চলুন পরিচিত হই অ্যাপসটির সাথে।

অ্যাপসটির নাম, বার লান্সার (Bar Launcher)
লান্সার বলতে আমারা সাধারণত যেটা বুঝি, এটা আসলে সেরকম না । বার লান্সার ব্যবহার করে নোটিফিকেশন প্যানেলে পছন্দের অ্যাপস গুলো সেট করে রাখা যায় । আর আমরা জানি, ফোনের প্রায় অধিকাংশ অবস্থান থেকে নোটিফিকেশন প্যানেল ওপেন করা যায় । তাই অ্যাপসটি ব্যবহার করে পছন্দের এবং গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো সিলেক্ট করে রাখলে, অনেক দ্রুততার সাথে সিলেক্টেড অ্যাপস গুলো চালু করতে পারবেন । অ্যাপসটি আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে । প্লে স্টোরে Bar Launcher ফ্রিতে পাওয়া যাবে, এবং রেটিং 4.3 । অ্যাপসটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।

এইখানে ক্লিক করুন (Bar Launcher)

অ্যাপসটি ডাউনলোড করে ইন্সটল করুন। ওপেন করে প্রথমেই উপরে ON/OFF বাটন থেকে ON করে নিন। এখন নোটিফিকেশন প্যানেলে অ্যাপস Add করতে হলে নিচের (+) চিহ্নে ক্লিক করে প্রিয় অ্যাপস গুলো সিলেক্ট করুন। তারপর দেখুন আপনার কাজ হয়ে গেছে।

নতুন নতুন টিপস এবং ট্রিকস জানতে চোখ রাখুন www.techprokash.com এ।

  -মামুন আহমদ

(পোষ্ট ট্যাগ)
Notification panel, Bar Launcher   


  


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ