- প্রযুক্তির কথা বলে

January 09, 2017

শীঘ্রই ব্যাকরণ মেনে সঠিক বাক্যে অনুবাদ চালু করছে গুগল

দরকারি অ্যাপ হিসেবে গুগল ট্রান্সলেটের  তুলনা হয় না। এক ভাষা থেকে আরেক ভাষায় রূপান্তরে গুগল ট্রান্সলেটরের সাহায্য নেওয়া যায়। কিন্তু গুগলের এই অ্যাপ এখনো শুধু এক শব্দ থেকে আরেক শব্দে রূপান্তর করতে পারে। এই অ্যাপকে আরও উন্নত করছে গুগল।এতে এখন থেকে পুরো বাক্য শুদ্ধ অনুবাদ করতে পারবে গুগল ট্রান্সলেট। গুগলের এক ব্লগ পোস্টে বলা হয়, বড় অনুবাদও প্রাসঙ্গিক করবে গুগল। মানুষ যেভাবে ব্যাকরণ ব্যবহার করে কথা বলে, সেভাবে গুছিয়ে বাক্য গঠন করবে অ্যাপটি। এতে ব্যবহৃত হবে নিউরাল মেশিন ট্রান্সলেশন। নিউরাল মেশিন পদ্ধতি হচ্ছে মানুষের ভাষা কম্পিউটারকে শেখানোর পদ্ধতি। গত বছরের সেপ্টেম্বরে গুগল এ-সংক্রান্ত গবেষণার কথা জানায়। গত বছরের নভেম্বর থেকে পদ্ধতিটি গুগল ট্রান্সলেটরে যুক্ত করা হয়েছে। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ ও চায়নিজ ভাষা রূপান্তরে এ পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। অন্যান্য ভাষার ক্ষেত্রেও এর প্রয়োগ হবে।

তথ্যসূত্র: টাইম অনলাইন।

আরো এই ধরনের খবর জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ

-শাহীন আহামেদ

Post tag:
Google translate
Language Translater



 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ