এবার একসাথেই রেকর্ড করুন পিসি ও এন্ড্রয়েড স্মার্টফোন স্ক্রিন(record screen shot altogether )
(Techprokash) আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি একটি অসাধারণ টিউন নিয়ে হাজির হলাম। হেডলাইন দেখে নিশ্চই বুঝে গেছেন যে টিউন টি কেমন হবে। আমি দৃঢ়তার সাথে বলছি অবশ্যই টিউনটি আপনাদের ভালো লাগবে। পিসি ও স্মার্ট ফোনের সমন্বয়ে আজকের টিউন।
আমরা অনেকেই জানি কিভাবে এন্ড্রয়েড স্মার্টফোন বা পিসি স্ক্রিন রেকর্ড করা যায়। এই বিষয় নিয়ে আগেও আমি টিউন লিখেছি তবে আজকের টিউনটি সম্পূর্ণ ভিন্ন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে পিসি এবং স্মার্টফোন স্ক্রিন একসাথে রেকর্ড করা যায়।
যারা Youtube এ জনপ্রিয় হতে চান তারা অনেকেই এই ধরণের ভিডিও তৈরি করে থাকেন। তাছাড়া অনেক স্মার্ট ভাইয়েরা আছেন যারা নিজের নতুন ট্রিক বা টিপ্স গুলো স্ক্রিন রেকর্ড করে Youtube চ্যানেল এ শেয়ার করেন। ফলে তাদের Subscriber বৃদ্ধি পায় এবং চ্যানেল টি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে। আজকে আপনাদের সাথে একদম সহজ উপায়ে কিভাবে পিসি ও এন্ড্রয়েড স্মার্টফোন স্ক্রিন রেকর্ড করা যায় তা শেয়ার করতে যাচ্ছি।
আপনার এ কাজের জন্য অবশ্যই পিসি ও স্মার্টফোন থাকতে হবে। এই তথ্য প্রযুক্তির যুগে পিসি ও স্মার্টফোন নেই এমন মানুষ খুবই কম। আধুনিকতার স্পর্শে সবাই বদলে যাচ্ছে। কথা আর না বাড়িয়ে এখন কাজের কথায় আসি।
আপনার পিসি ও স্মার্টফোন একসাথে রেকর্ড করতে হলে পিসিতে দুটি সফটওয়্যার ইনস্টল করতে হবে।
Download: MirrorGo
Download: Icecream Screen Recorder
উপরের লিংক থেকে সফটওয়্যার দুটি ডাউনলোড করে নিন।
এবার আপনার স্মার্টফোন টি হাতে নিন এবং Playstore থেকে ডাউনলোড করে নিন নিচের লিংকের অ্যাপটি।
Download: MirrorGO
যাইহোক, ডাউনলোড হওয়া শেষ হলে এবার যা যা করতে হবে:-
পিসিতে Usb cable দিয়ে আপনার স্মার্টফোন টি Connect করুন। তারপর পিসি ও স্মার্টফোনের এর MirrorGo এপ্সটি ওপেন করুন। ওপেন করলেই আপনার স্মার্টফোন connect হওয়া শুরু হবে। Connect হয়ে গেলেই আপনি আপনার এন্ড্রয়েড স্ক্রিন পিসি স্ক্রিনে দেখতে পাবেন। আবার আপনি চাইলে wifi দিয়েও Connect করতে পারেন তবে এটা সবসময় কাজ না ও করতে পারে। এন্ড্রয়েড স্ক্রিনের পাশে কিছু অপশন দেখতে পাবেন। এরমধ্যে ভিডিও আইকন টা হল স্ক্রিন রেকর্ড করার। এবার চাইলে আপনি আপনার এন্ড্রয়েড স্ক্রিন রেকর্ড করতে পারেন। তবে এটা দিয়ে শুধু এন্ড্রয়েড স্ক্রিন রেকর্ড হবে।
এখন পিসি সহ এন্ড্রয়েড স্ক্রিন রেকর্ড করতে পিসিতে ইনস্টল করা ICECREAM SCREEN RECORDER সফটওয়্যার টি ওপেন করুন। ওপেন হওয়ার পর আপনার সামনে Capture video ও screenshot নামে দুটি অপশন আসবে। যেহেতু আপনি স্ক্রিন রেকর্ড করতে চান তাই capture video তে ক্লিক করুন। তারপর মাউস দিয়ে স্ক্রিনে ড্রাগ করলে আপনার সামনে একটি সেটিং বক্স আসবে। আপনি নিচের Custom অপশন থেকে Full Screen সিলেক্ট করুন। তাছাড়া এখানে বিভিন্ন ধরণের অপশন রয়েছে ।আপনার ইচ্ছা মত সিলেক্ট করে নিতে পারবেন। তারপর উপরে বামপাশে Rec অপশনে ক্লিক করলেই আপনার পিসি ও এন্ড্রয়েড স্ক্রিন voice সহ রেকর্ড হওয়া শুরু হবে।
আজ এ পর্যন্তই।আরো নতুন টিপস ও ট্রিকস জানতে নিয়মিত আমাদের ওয়েব সাইটে ভিজিট করুন।
কোন সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপ Android Helpline(বাংলাদেশ) -এ জানাবেন।
ধন্যবাদ।
-মামুন আহমদ
Post tag:
MirrorGo
Screen Recorder
Android Screen Recorder
Icecream Screen Recorder
Computer Screen Recorder