খুব সহজেই রুট করে নিন অ্যান্ড্রয়েড ৬•০(how to root android 6.0 with computer)
অ্যান্ড্রয়েডের আগের ভার্সনগুলো সাধারন কিংরুট দিয়েই রুট করা যেতো ৷ কিন্তু মার্সোম্যালোতে আপডেট নেওয়ার পর মোবাইলে অ্যাপস দিয়ে আর রুট করা সম্ভবপর হচ্ছে না ৷ মার্সোম্যালো রুট করার জন্যে পিসি রিকয়ার্ড ৷ চলুন শিখে আসি কীভাবে রুট করা যাবে অ্যান্ড্রয়েড ৬•০ ৷
যা যা লাগবে:
☞Android/Mtk scatter file.txt(এটি বিভিন্ন মিডিয়াটেক চিপসেটের জন্য ভিন্ন হবে ৷ গুগলের সাহায্য নিয়ে ডাউনলোড করে নিবেন৷ এভাবে সার্চ দিবেন mtk6580 scatter file download )
☞mtk all in one da.bin(sp flash tools.zip এর ভেতরে পাবেন)
☞আপনার ডিভাইসের twrp/cwm/ctrw রিকভারি(গুগল করে বের করে নিবেন)
☞Supersu.zip
☞আপনার ফোনের ড্রাইভার (নিচে লিংক দেওয়া আছে)
প্রথমে নিচের ফাইলগুলো ডাউনলোড করে নিন:
→ supersu.zip
→ root files.zip
→ Bandizip setup
→ Android scatter file
এবার কাজের কথায় আসি ৷ supersu.zip ফাইলটা phone storage/sd card এ রেখে (কোনো ফোল্ডারে রাখবেন না) ডাউনলোডকৃত ফাইলগুলো প্রথমে ডেক্সটপে কপি করে নিন ৷ bandizip পিসিতে ইনস্টল করে root files.zip ফাইলগুলো unzip করে নিন ৷ এর মধ্যে sp flash tools এবং usb driver ফাইলগুলো পাবেন ৷
এবার usb driver ফোল্ডারে প্রবেশ করে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী ড্রাইভার ইনস্টল করে নিন ৷ উইন্ডোজ ৭ এ Driver_Auto_Installer_for win 7 এইটা আর উইন্ডোজ ৮ এবং ১০ এর জন্য vcom ইনস্টল করবেন ৷ মনে রাখবেন ,ড্রাইভার পিসিতে ঠিকমতো ইনস্টল না হলে পিসিতে ফোন পাবে না,সুতরাং রুটিং সম্ভব হবে না ৷ তাই কাজটি সতর্কতার সাথে করবেন ৷
এবার sp flash tools এ ঢুকে flash tools অ্যাপটি ইনস্টল করে রান করবেন ৷ scatter loading এ ক্লিক করে আগেই ডাউনলোড করা mt65xx android scatter.txt সিলেক্ট করবেন ৷ আর download agent এ ক্লিক করে mtk all in one da.bin এই ফাইলটি সিলেক্ট করবেন ৷ recovery তে ক্লিক করে সবুজ অংশতে আপনার ডাউনলোড করা cwm/twrp/ctrw সিলেক্ট করে recovery এর বাম পাশে টিক চিহ্ন দিবেন ৷
এবার download এ ক্লিক করে ২৫-২০ সেকেন্ড পর আপনার ফোনটির ব্যাটারি খুলে usb দিয়ে পিসিতে কানেক্ট করবেন ৷ নিচের স্ক্রীনশটের মতো success দেখালে ফোনটি usb থেকে ডিসকানেক্ট করবেন ৷
ব্যাটারি লাগিয়ে ফোন বন্ধ অবস্থায়ই power and volume + বাটন একসাথে চেপে ধরে রাখবেন যতক্ষণ না রিকভারি মোডে না প্রবেশ করেন ৷ এবার রিকভারি মোড থেকে install অপশনে গিয়ে supersu.zip ফাইলটি সিলেক্ট করে apply করুন ৷ এবার ডিভাইস রিবুট করুন
কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ৷
পোস্ট ট্যাগ :
Android, root,root 6.0
যা যা লাগবে:
☞Android/Mtk scatter file.txt(এটি বিভিন্ন মিডিয়াটেক চিপসেটের জন্য ভিন্ন হবে ৷ গুগলের সাহায্য নিয়ে ডাউনলোড করে নিবেন৷ এভাবে সার্চ দিবেন mtk6580 scatter file download )
☞mtk all in one da.bin(sp flash tools.zip এর ভেতরে পাবেন)
☞আপনার ডিভাইসের twrp/cwm/ctrw রিকভারি(গুগল করে বের করে নিবেন)
☞Supersu.zip
☞আপনার ফোনের ড্রাইভার (নিচে লিংক দেওয়া আছে)
প্রথমে নিচের ফাইলগুলো ডাউনলোড করে নিন:
→ supersu.zip
→ root files.zip
→ Bandizip setup
→ Android scatter file
এবার কাজের কথায় আসি ৷ supersu.zip ফাইলটা phone storage/sd card এ রেখে (কোনো ফোল্ডারে রাখবেন না) ডাউনলোডকৃত ফাইলগুলো প্রথমে ডেক্সটপে কপি করে নিন ৷ bandizip পিসিতে ইনস্টল করে root files.zip ফাইলগুলো unzip করে নিন ৷ এর মধ্যে sp flash tools এবং usb driver ফাইলগুলো পাবেন ৷
এবার usb driver ফোল্ডারে প্রবেশ করে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী ড্রাইভার ইনস্টল করে নিন ৷ উইন্ডোজ ৭ এ Driver_Auto_Installer_for win 7 এইটা আর উইন্ডোজ ৮ এবং ১০ এর জন্য vcom ইনস্টল করবেন ৷ মনে রাখবেন ,ড্রাইভার পিসিতে ঠিকমতো ইনস্টল না হলে পিসিতে ফোন পাবে না,সুতরাং রুটিং সম্ভব হবে না ৷ তাই কাজটি সতর্কতার সাথে করবেন ৷
এবার sp flash tools এ ঢুকে flash tools অ্যাপটি ইনস্টল করে রান করবেন ৷ scatter loading এ ক্লিক করে আগেই ডাউনলোড করা mt65xx android scatter.txt সিলেক্ট করবেন ৷ আর download agent এ ক্লিক করে mtk all in one da.bin এই ফাইলটি সিলেক্ট করবেন ৷ recovery তে ক্লিক করে সবুজ অংশতে আপনার ডাউনলোড করা cwm/twrp/ctrw সিলেক্ট করে recovery এর বাম পাশে টিক চিহ্ন দিবেন ৷
এবার download এ ক্লিক করে ২৫-২০ সেকেন্ড পর আপনার ফোনটির ব্যাটারি খুলে usb দিয়ে পিসিতে কানেক্ট করবেন ৷ নিচের স্ক্রীনশটের মতো success দেখালে ফোনটি usb থেকে ডিসকানেক্ট করবেন ৷
ব্যাটারি লাগিয়ে ফোন বন্ধ অবস্থায়ই power and volume + বাটন একসাথে চেপে ধরে রাখবেন যতক্ষণ না রিকভারি মোডে না প্রবেশ করেন ৷ এবার রিকভারি মোড থেকে install অপশনে গিয়ে supersu.zip ফাইলটি সিলেক্ট করে apply করুন ৷ এবার ডিভাইস রিবুট করুন
কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ৷
পোস্ট ট্যাগ :
Android, root,root 6.0