- প্রযুক্তির কথা বলে

February 02, 2017

গ্রামীণফোনে ফিরে আসলেই ৫০ মেগাবাইট ডেটা ফ্রী যত খুশি ততবার

(Techprokash) আশা করি আপনারা সবাই ভাল আছেন। হেডলাইন দেখে  হয়ত বুঝে গেছেন পোষ্টটি কি নিয়ে।যেসব Gp সিম গুলোতে ২ মাস বা তার বেশি সময় ধরে ইন্টারনেট চালানো হয়নি শুধু মাত্র তারাই পাবেন এই অফারটি।


যে সিম গুলোতে একবার পাওয়া যাবে, তারা বারবার নিতে পারবেন এই অফার।
তাই কেউ দেরি না করে নিজের সিমে ট্রাই করে দেখতে পারেন।

কিভাবে পাবেন : 
অফারটি নেওয়ার জন্য ডায়েল করুন
*5000*113# নম্বরে।
যার মেয়দ থাকবে ৭ দিন। একটাতে না পেলে আরেটাতে ট্রাই করবেন অবশ্যেই পাবেন।
ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়েল করুন *566*13# নম্বরে।

--ইমরান জাকির

(পোষ্ট ট্যাগ)
Gp sim free mb
Grameen sim free mb

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ