- প্রযুক্তির কথা বলে

December 31, 2014

আপনার Android ফোনে কোন সিস্টেম অ্যাপ্লিকেশন ডিস্টার্ব করছে? আপনার ডাটা খরচ করছে? দেখুন কি করে রেহাই পাবেন!

Android মোবাইলে কিছু সিস্টেম অ্যাপ থাকে যেগুলোর দরকার পড়ে না!
অপ্রয়োজনে আপনার ডাটা খরচ করে!
আবার নানান রকম নোটিফিকেশনও দেয়!
এই রকম অ্যাপ ডিজেবল করার পদ্ধতিটি দেখুন!

প্রথমে আপনার ফোনে Settings এ যান।
সেটিংস হতে App Settings বা Applications বা Application Manager খুজে বের করুন।

1. এবার App Settings হতে স্লাইড করে All App এ যান!
বিভিন্ন মডেলে এই প্রসেসটা বিভিন্ন রকম হবে তাই আপনাকে খুজতে হবে।

2.  যেই অ্যাপ্লিকেশনটি ডিজেবল করে রাখতে চান সেটিতে ট্যাপ দিয়ে প্রবেশ করুন!

3. আপনি এই রকমই যেটা অপছন্দ বা রাখতে না চান সেটা খুজে বের করে ট্যাপ করে এর ভিতর যান।
এবার দেখুন অ্যাপ্লিকেশনের সকল তথ্য বের হয়ে এসেছে।

4. সেখান থেকে প্রথমে Force Close অথবা Stop Running বাটনে ট্যাপ করে বন্ধ করে দিন।

5. অতঃপর Uninstall থাকলে আন-ইন্সটল করে দিন।
কিন্তু যদি সিস্টেম অ্যাপ হয় তবে Uninstall বাটন থাকবে না।।
সেক্ষেত্রে Disable বাটন থাকবে। Disable বাটনে ট্যাপ করে অ্যাপ্লিকেশনটি ডিজেবল করে দিন।।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ