- প্রযুক্তির কথা বলে

January 15, 2015

পাসোওয়ার্ড ভুলে যাওতা মেমরি কার্ড উদ্ধার করুন খুব সহজেই

আশা করি সবাই ভাল আছেন। বেশি কথা না বাড়য়ে আমি সরাসরি কাজের কথায় আসছিঃ

আপনার যা যা লাগবে তা হলঃ

১.Nokia S60 মডেল মোবাইল ফোন।
২.Xplorer সফটওয়্যার।
৩. এবং সব চেয়ে যেটা বেশি প্রয়োজনীয় সেটা হল একটি কম্পিউটার।

♣♣মেমোরি কার্ড Unlock করার ধাপসমূহ:

Step 1: আপনার মোবাইলের জন্য Xplorer ডাউনলোড করুন এবং install দিন।

Step 2: আপনার micro SD
বা মেমোরি কার্ডটি মোবাইলে প্রবকরান(Don’t Open it).

Step 3: Xplorer টি Run করান এবং Zero (0)
press করুন। এরপর “Show System Files” অপশনসটি mark দিন।

Step 4: এবার FileExplorer থেকে C:/Sys/
সকDataতে যান এবং “Mmcstore” ফাইল ওপেনকরুন।

Step 5: ওপেন করার পর পাসওয়ার্ডটি নিচের example এর মত দেখবেন।তৃতীয় column-এ এর মত দেখতে পাবেন-TM5DE9EC (c??”?x???P?A?S?S?W?O?R?D)এখানে Question mark sign (?) এর সাথে থাকা অক্ষরগুলো-ই হল আপনার পাসোওয়ার্ড।

অতএব, আমার পাসওয়ার্ড টি হলঃ PASSWORD।

♥আরেকটি পদ্ধতিঃ

এছাড়া আপনি চাইলে সিম্বিয়ানমোবাইলের সাহয্যে এটিকে ফরম্যটকরে পাসওয়ার্ড দূর করতে পারবেন।
তবে সেজন্য আপনাকে মোবাইলেরমেমোরি অপশনসএ গিয়ে Find অপশনসটি ব্যবহার করে ফরম্যাট করতে হবে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।

Credit: HR RAKIB(admin of Android helpline)

 posted by: সব চরিত্র কাল্পনিক(সৌভিক) ADMIN

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ