এন্ড্রয়েড ফোনকে রুট করানোর জন্য অনেকে অনেক রকমের প্রক্রিয়া চালায়। কিন্তু এই রুট করার কারনে ফোনের কিছু ক্ষতি হয় (ব্যাটারির আয়ু কমানো , ফোনের ওয়ারেন্টির মেয়াদ কমানো) , যা অনেকের জানা নেই। সেজন্য সকলের উদ্দেশ্য বলছি যারা যারা এখন পর্যন্ত নিজের ফোনকে রুট করেছেন তারা তাড়াতাড়ি আনরুট করে ফেলুন। ভাবছেন কিভাবে নিজের ফোনকে আনরুট করবেন?
1. প্রথমেES File Explorer.apk ফাইলটা আপনার ফোনের ডাউনলোড এবং ইন্সটল করে নিন।
2. এখন Es file manager টি অপেন করুন এবং splash বাটনে ক্লিক করুন। দেখবেন একটা নতুন ফ্লিপ অপশন স্ক্রিনের বাম সাইডদিক থেকে বের হয়ে এসেছে,সেই অপশনে Root Explorer settings টি অন করে দিন।
3. এখন দেখবেন super user আপনাকে একটা সনকেত দেখাচ্ছে যেটি হল "grant super privilege or root privileges to the app". ঘাবড়াবেন না। আপনি জাস্ট allow it এ ক্লিক করুন।
4. এখন আপনি system ফোল্ডারে যান তারপর তার থেকে bin নামক ফোল্ডারে যান দেখবেন এই বিন su নামে একটি ফাইল আছে। এখন ঐ ফাইলটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেন। (যদি ডিলিট না হয় তাহলে আপনি আপনার কম্পিউটারের সাহায্যে ঐ su ফাইলটা ডিলিট করে দিন।
5. এখন আবার system ফোল্ডারে প্রবেশ করে তার মধ্যে xbin নামে আর একটা ফোল্ডার আছে সেটিতে প্রবেশ করুন। দেখবেন সেখানে একটা su নামক ফাইল আছে,আপনাকে সেটিও ডিলিট করে দিতে হবে।
6. এখন আবার system ফোল্ডারের ভেতর app নামক ফোল্ডারে ডুকুন। দেখবেন উখানে superuser.apk নামক একটা ফাইল আছে, সেটি ডিলিট কএ দিন।
7. এখন আপনার এন্ড্রোইড ফোন রিস্টার্ট দিন ।। দেখবেন আপনার ফোনন successfully আনরুট হয়েছে ।।
App install হচ্ছে না? নিয়ে নিন সমাধান ৷
এরকম সমস্যায় আমাদের প্রায়ই পরতে হয় ৷ চলুন দেখে আসি কীভাবে এটার সমাধান করা যায় ৷
[N.B::Device must be rooted.Device'এর কোনো প্রকার Damage এর জন্য একম…Read More
ব্যাটারি লাইফ বাড়িয়ে নিন সহজেই!!!
আ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়া একটি বিরক্তিকর ব্যাপার ৷ চলুন দেখে আসি কীভাবে স্মার্টফোনের ব্যাটারি লাইফ এক্সটেন্ড করা যায় ৷…Read More