- প্রযুক্তির কথা বলে

January 18, 2015

সহজে কয়েক মিনিটে আপনার Rooted এন্ড্রয়েড ফোনকে Unroot করেন

এন্ড্রয়েড ফোনকে রুট করানোর জন্য অনেকে অনেক রকমের প্রক্রিয়া চালায়। কিন্তু এই রুট করার কারনে ফোনের কিছু ক্ষতি হয় (ব্যাটারির আয়ু কমানো , ফোনের ওয়ারেন্টির মেয়াদ কমানো) , যা অনেকের জানা নেই। সেজন্য সকলের উদ্দেশ্য বলছি যারা যারা এখন পর্যন্ত নিজের ফোনকে রুট করেছেন তারা তাড়াতাড়ি আনরুট করে ফেলুন। ভাবছেন কিভাবে নিজের ফোনকে আনরুট করবেন?

 আমি আজ দেখাবো কিভাবে সহজে আপনি আপনার এন্ড্রয়েড ফোনকে আনরুট করবেন।


1. প্রথমে ES File Explorer.apk ফাইলটা আপনার ফোনের ডাউনলোড এবং ইন্সটল করে নিন।


2. এখন Es file manager টি অপেন করুন এবং splash বাটনে ক্লিক করুন। দেখবেন একটা নতুন ফ্লিপ অপশন স্ক্রিনের বাম সাইডদিক থেকে বের হয়ে এসেছে,সেই অপশনে Root Explorer settings টি অন করে দিন।
 

3. এখন দেখবেন super user আপনাকে একটা সনকেত দেখাচ্ছে যেটি হল "grant super
privilege or root privileges to the app". ঘাবড়াবেন না। আপনি জাস্ট allow it এ ক্লিক করুন।


4. এখন আপনি system ফোল্ডারে যান তারপর তার থেকে bin নামক ফোল্ডারে যান দেখবেন এই বিন su নামে একটি ফাইল আছে। এখন ঐ ফাইলটা জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেন। (যদি ডিলিট না হয় তাহলে আপনি আপনার কম্পিউটারের সাহায্যে ঐ su ফাইলটা ডিলিট করে দিন।



5. এখন আবার system ফোল্ডারে প্রবেশ করে তার মধ্যে xbin নামে আর একটা ফোল্ডার আছে সেটিতে প্রবেশ করুন। দেখবেন সেখানে একটা su নামক ফাইল আছে,আপনাকে সেটিও ডিলিট করে দিতে হবে।
 

6. এখন আবার system ফোল্ডারের ভেতর app নামক ফোল্ডারে ডুকুন। দেখবেন উখানে superuser.apk নামক একটা ফাইল আছে, সেটি ডিলিট কএ দিন।
 

7. এখন আপনার এন্ড্রোইড ফোন রিস্টার্ট দিন ।। দেখবেন আপনার ফোনন successfully আনরুট হয়েছে ।।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ