- প্রযুক্তির কথা বলে

February 08, 2015

Walton Primo Ef2 রুট করুন সবথেকে সহজে

১) প্রথমে iRoot বা vRoot সফটওয়্যারটা ডাউনলোড করুন । গুগলে iRoot বা vRoot লিখে সার্চ দিলেই পাবেন অথবা লিংক - http://goo.gl/kHIkWp

২) এবার iRoot সফটওয়্যারটি আপনার পিসিতে ইন্সটল করুন ।

৩) এবার আপনার সেটের USB Debug অপশনটা চালু করুন । (Setting>>Developer>>USB Debug)

৪) এখন আপনার সেটটা ইউএসবি কেবল এর মাধ্যমে কানেক্ট করুন ।

৫) iRoot সফটওয়্যারটা ওপেন করে রুটে ক্লিক করুন (আপনার পিসির ইন্টারনেট কানেকশন অবশ্যই চালু রাখতে হবে)

৬) কিছুক্ষন ওয়েট করেন আর দেখুন আপনার সেট অবশেষে রুট হয়ে গেছে ।

সেট অটোমেটিক রিস্টার্ট হওয়ার পর দেখবেন Chinese SuperSU ইন্সটল হইছে । আপনি চাইলে ইংলিশ SuperSU Pro ডাউনলোড করে ইন্সটল দিতে পারবেন । SuperSU Pro ইন্সটল করে ফোন রিস্টার্ট দিবেন । তারপর Link2SD দিয়া SuperSU টাকে সিস্টেম অ্যাপ বানাবেন তারপর অই চাইনা SuperSU টা আনইন্সটল করে দিবেন । ব্যাস কাজ শেষ আপনার । একদম সহজ তাই না । কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন ।

Related Posts:

 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ