এন্ড্রয়েড ফোনের ব্যাটারির চার্জ ধরে রাখার কিছু উপায় (How to preserve battery on Android)
ব্যাটারির চার্জ ধরে রাখার জন্য আপনি যে কাজ গুলো করতে পারেন তা হচ্ছেঃ
*অপ্রয়োজনীয় অ্যাপস গুলো বন্ধ করে দিন ( Settings > Apps )। এজন্য Android Assistant বা কোন Task Killer App ব্যবহার করতে পারেন।
*ব্যাটারি মনিটর করুন (Settings > Battery)। দেখুন কোন অ্যাপস বেশি ব্যাটারি টানছে, সেটি disable করে রাখতে পারেন,তেমন প্রয়োজনীয় না হলেuninstall করে দিন।
*Network যেমনঃ ওয়াইফাই, হটস্পট, টেথারিং প্রভৃতি দরকার না থাকলে বন্ধ করে রাখুন। সবসময় 2G Network ব্যবহারের চেষ্টা করুন।
*অপ্রয়োজনে ব্লুটুথ, ওয়াইফাই অন করে রাখবেন না।ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন (Settings > Display > Brightness)। পারলে অটো ব্রাইটনেস দিয়ে রাখুন ফোনের GPS ( Settings > Location services) অথবা Sync/Synchronization (Settings > Accounts & sync) বন্ধ রাখুন।
*অপ্রয়োজনে ব্লুটুথ, ওয়াইফাই অন করে রাখবেন না।ফোনের ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে রাখুন (Settings > Display > Brightness)। পারলে অটো ব্রাইটনেস দিয়ে রাখুন ফোনের GPS ( Settings > Location services) অথবা Sync/Synchronization (Settings > Accounts & sync) বন্ধ রাখুন।
*ডিসপ্লে টাইম আউট যথা সম্ভব কম রাখুন পাওয়ার কন্ট্রোল শর্টকাট/widget ব্যবহার করুন
ব্যাকগ্রাউন্ড হিসেবে “কালো” ব্যবহার করুন.
*Battery Management Apps ইন্সটল করুন। যেমনঃ Juicedefender, DU battery Saver.
*আপনার ফোনের ব্যাটারির ফুল চার্জ হয়ে গেলে চার্জার খুলে আবার চার্জে দিন। এতে করে ব্যাটারি আরো বেশি চার্জ গ্রহন করে। তবে এতে করে ব্যাটারির ক্যাপাসিটি যেমন কমে যায়, তেমনি ব্যাটারির লাইফ টাইম কমে যায়