জেনেনিন স্মার্টফোনে ডাটা সাশ্রয়ের কিছু কার্যকর উপায়!!

১. পুশ নোটিফিকেশন বন্ধ রাখুনঃ
অনেকসময়আপনার ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাপসের কারণে খরচ হচ্ছে আপনার ডাটা।
এগুলোর যেকোনো ধরনের প্রচারণামূলক বা মেসেজিং সার্ভিসের কারণে আপনার ডাটা খরচ হতে থাকে অজান্তেই সুতরাং, যেকোনো ধরনের অ্যাপসে নোটিফিকেশন বন্ধ রাখুন।
২. ডাটার ব্যবহার ট্র্যাকিং করুনঃ
অ্যান্ড্রয়েডএবং আইওএস প্ল্যাটফর্মে আপনার ব্যবহৃত ডাটার পরিমাণ ট্র্যাক করার সুবিধা রয়েছে এখন। এতে কোন অ্যাপসরে কারণে আপনার কতটা ডাটা খরচ হচ্ছে, তা সহজেইহিসাবে রাখতে পারবেনএবং সেই অনুযায়ী ডাটা ব্যবহার করতে পারবেন।
৩. হোয়াটসঅ্যাপে অটো-ডাউনলোড বন্ধ রাখুনঃ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অনেক সময়ই অন্য কিছু গ্রুপের থেকে ছবি, ভিডিও কিংবা অডিও রিসিভ করেন; যেগুলোস্বয়ংক্রিয়ভাবে.ডাউনলোড হয়ে যায়। একমাত্র ওয়াইফাই ব্যবহার করার সময় ছাড়া সবসময় এই অটো-ডাউনলোড অপশনটি বন্ধ রাখুন।
৪. Auto sync অফ রাখুনঃ
আপনি আপনার একাউন্টের Auto sync অফ রাখতে পারেন। তাহলে ডাটা কম খরচ হবে
৫. ডাটা কমপ্রেশন ব্যবহার করুনঃ
আপনার যদি অনলাইনে অনেক আর্টিকেল পড়ার অভ্যাস থাকে, সে ক্ষেত্রে আপনার মোবাইলে ডাটা কমপ্রেশন চালু রাখা খুবই ভালো বুদ্ধি। এতে করে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ওয়েবপেইজে আপনার ডাটা খরচের পরিমাণ অনেকটাই কমে আসবে। আপনার ফোনের UC, Opera এর লেটেস্ট ভার্সনে এই অপশন পাবেন।
৬. 3rd. party application অর্থাৎ No root fore wall ব্যবহার করতে পারেনঃ
আপনি আপনার ফোনের ডাটা সাশ্রয়ের ক্ষেত্রে Mobiwol no root firewall ব্যবহার করতে পারেন। এতে আপনি অনুমতি না দিলে কোন কোন ব্রাউজার অযথা ডাটা খরচ করতে পারবে না।
৭. Auto update wifi only দিয়ে দিনঃ
আপনার ফোনে প্লে স্টোরের সেটিং এ যান এবং Auto update wifi only দিয়ে দিন। এতে করে wifi connection না পাওয়া পর্যন্ত আপনার Apps গুলো Automatic update হবে না।।আপনার ডাটাও অযথা খরচ হবে না।
copyright@ Determined showvik